নয়া দিল্লি: ভয়ঙ্কর এক সঙ্কটের মধ্যে দিয়ে চলেছে শ্রীলঙ্কা (Srilanka)। তলানিতে ঠেকেছে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রার ভান্ডার। চরমে উঠেছে জ্বালানির সঙ্কট। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। এই পরিস্থিতিতে এবার দারুচিনিবাসীকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য ৪০ হাজার টন চাল পাঠাচ্ছে ভারত, এমনটাই খবর।         

  


ঋণের দায়ে জর্জরিত হয়ে কার্যত দেউলিয়া অবস্থা শ্রীলঙ্কার। পরিস্থিতি এতটাই কঠিন যে সাধারণ মানুষের মুখে খাওয়ারটুকু পৌঁছে দেওয়াও রীতিমত কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারের কাছে। পাশাপাশি, যেটুকু খাদ্যদ্রব্য অবশিষ্ট রয়েছে তার দামও হয়েছে আকাশছোঁয়া। 


এই অবস্থায় ভারত থেকে শ্রীলঙ্কায় প্রথমবারের জন্য খাবার ও জ্বালানি সরবরাহ করে সাহায্য পৌঁছে দেওয়া হল। সূত্রে খবর, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের একটি তেলের জ্বালানির ট্যাঙ্ক পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কায়। শনিবার একটি ৬ হাজার মেট্রিক টনের জাহাজ পৌঁছে গিয়েছে সেখানে। শ্রীলঙ্কার সাইলন ইলেকট্রিসি বোর্ডের মজুত জ্বালানি শেষ হয়ে গিয়েছে। সেই কারণে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে সে দেশ। সেই কারণেই জ্বালানি তেল দিয়ে প্রাথমিক সাহায্য পৌঁছে দিল ভারত।


আরও পড়ুন, অসতর্ক হলেই বিপদ, করোনার নতুন প্রজাতি নিয়ে সতর্ক করলেন রাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা


শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতেবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa) জরুরি অবস্থা ঘোষণা করেন। এরফলেই শ্রীলঙ্কার সেনাবাহিনীর হাতেই আপাতত ক্ষমতা যাচ্ছে। সম্প্রতি বিপুল অর্থনৈতিক সঙ্কটের (Economic Crisis) মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। মুদ্রাষ্ফীতি, মূল্যবৃদ্ধিতে (Inflation) জেরবার ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটি। সেই কারণে আন্দোলন চলছে শ্রীলঙ্কায়। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে বিক্ষোভ দেখাতে আছড়ে পড়ে জনতার ঢল। তারপরেই শুক্রবার জরুরি অবস্থা জারির ঘোষণা সেদেশের রাষ্ট্রপতির।


দীর্ঘদিন ধরে প্রবল অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের (India) এই প্রতিবেশী দেশ। যা পরিস্থিতি তাতে খাবার কেনাও কঠিন হয়ে পড়েছে। মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের জোড়া ফলায় বিধ্বস্ত সে দেশ। বিদেশি মুদ্রার (Foreign Funds) তহবিল তলানিতে ঠেকায় জ্বালানি কিনতেও পারছে না শ্রীলঙ্কা। তার ফলে প্রবল শক্তি সঙ্কট শুরু হয়েছে শ্রীলঙ্কায়। একাধিক জায়গায় দীর্ঘক্ষণ ধরে লোডশেডিংও (Power Crisis) হচ্ছে।