ইসলামাবাদ: কুলভূষণ যাদবের স্ত্রী ও মায়ের সঙ্গে অভদ্রতা করা নিয়ে কূটনৈতিক চাপানউতোরের মধ্যেই সৌজন্য দেখিয়ে ১৪৫ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিল পাকিস্তান। গত সপ্তাহেই পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ড. মহম্মদ ফয়সল ঘোষণা করেন, ৮ জানুয়ারির মধ্যে দু’দফায় ২৯১ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ীই আজ প্রথম দফায় মৎস্যজীবীদের মুক্তি দেওয়া হল।


এক পুলিশ আধিকারিক বলেছেন, ভারতীয় মৎস্যজীবীদের মালির জেল থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে করাচি ক্যান্টনমেন্ট রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের লাহৌরে পাঠানো হচ্ছে। আগামীকাল ওয়াগা সীমান্তে ভারতের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে তাঁদের।

আজ মুক্তি পাওয়া ভারতীয় মৎস্যজীবীদের হাতে উপহার ও আর্থিক সাহায্য তুলে দেয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ৮ জানুয়ারি আরও ১৪৬ জন ভারতীয় মৎস্যজীবী মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।