মুম্বই: প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে জমা পড়ছে হাজার হাজার পিটিশন। মূলত পাকিস্তান থেকেই এই পিটিশনগুলো জমা পড়েছে। তাদের দাবি, ইউনিসেফের শুভেচ্ছা দূতের পদ থেকে সরিয়ে দিতে হবেবলি নায়িকাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অনলাইন মাধ্যমে জমা পড়েছে এই পিটিশন। পিটিশনারদের বক্তব্য, বালাকোটে ভারতীয় বায়ুসেনার বোমা বর্ষণকে সাধুবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। ২৬ ফেব্রুয়ারি আকাশপথে পাকিস্তানে ঢুকে জইশ-ই-মহম্মদের ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। পুলওয়ামা কাণ্ডের পর ভারতীয় বায়ুসেনার এই পরাক্রমে টুইট করে ইন্ডিয়ান এয়ারফোর্সের উদ্দেশে জাতীয়তাবাদী বার্তা দিয়েছিলেন প্রিয়াঙ্কা। পিটিশনারদের বক্তব্য, ইউনিসেফের শুভেচ্ছা দূতের পদে থেকে এই কাজ তিনি করতে পারবেন না। তাঁকে সবসময়ই নিরেপক্ষ অবস্থান নিতে হবে।


অনলাইন মাধ্যেম পিটিশনারদের বক্তব্য, “পরমাণু শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হলে তা কেবলই ধ্বংস নামিয়ে আনবে। অনেক মৃত্যুর ঘটনা ঘটবে। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে এই ধরনের পরিস্থিতিতে প্রিয়াঙ্কার উচিত নিরপেক্ষ থাকা এবং শান্তির কথা বলা। কিন্তু তিনি তা করেননি। উল্টে, আকাশ পথে পাকিস্তানে ঢুকে ভারতীয় সেনার পরাক্রমকে সমর্থন করেছেন তিনি। এরপর তাঁর আর এই পদে থাকা সমীচীন নয়।”


উল্লেখ্য, ২০১৬ সালে রাষ্ট্রসংঘের তরফে ইউনিসেফের শুভেচ্ছা দূত করা হয় প্রিয়াঙ্কা চোপড়াকে। এই মুহূর্তে সেই পদ থেকে তাঁকে অপসারণের জন্য প্রায় সাড়ে ৩ হাজার পিটিশন জমা পড়েছে।