ইসলামাবাদবুধবার থেকে পাকিস্তানে শুরু হচ্ছে আদমশুমারি। গত ২ দশকে যা প্রথম। আর তার জন্য প্রায় ২ লক্ষ সেনাকর্মীর সহায়তা চাওয়া হয়েছে।


এদিন যৌথ সাংবাদিক সম্মেলন করে পাক সেনার মুখপাত্র মেজর  জেনারেল আসিফ গাফুর এবং তথ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী মারিয়ম ঔরঙ্গজেব জানান, দীর্ঘ বিলম্বের পর অবশেষে শুরু হচ্ছে ষষ্ঠ জনগণনা। দুই ধাপে তা সম্পন্ন হবে। প্রক্রিয়া শেষ হবে ২৫ মে।


গফুর জানান, গোটা জনগণনায় প্রায় ২ লক্ষ সেনাকর্মী সরকারি গণনকর্মীদের সহায়তা করবেন। তিনি বলেন, প্রত্যেক গণনাকর্মীর সঙ্গে অন্তত একজন করে জওয়ান থাকবেন।


তিনি জানান, শুধুমাত্র গণনাকর্মীদের সুরক্ষা দেওয়াই নয়, গণনার তথ্য জোগাড়েও জওয়ানদের ভূমিকা থাকবে। গণনাকর্মীরা যখন প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের তথ্য তুলবেন, তখন সেই প্রক্রিয়ায় সহায়তা করবেন জওয়ানরা।


মারিয়ম জানান, এই বিপুল কর্মসূচিতে ১,১৮,৯১৮ জন গণনাকর্মীকে নামানো হয়েছে। সকলেই সরকারি কর্মী, বিভিন্ন দফতরে কাজ করেন। এই কাজের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। তিনি যোগ করেন, এর জন্য প্রায় ১,৮৫০ কোটি পাকিস্তানি টাকা বরাদ্দ করা হয়েছে।