ইসলামাবাদ:  ভারতের ওপর নজর রাখতে এবং অসামরিক ও সামরিক কাজে বিদেশি উপগ্রহের ওপর নির্ভরশীলতা কমাতে আগামী বছরই মহাকাশ প্রকল্প শুরু করছে পাকিস্তান।


খবরে প্রকাশ, দেশের স্বনির্ভরতা বৃদ্ধি করতে এবং বিদেশি উপগ্রহ বিশেষ করে মার্কিন ও ফরাসি উপগ্রহের ওপর নির্ভরশীলতা কমাতে একাধিক প্রকল্প নিয়ে এগোচ্ছে পাকিস্তান। এর জন্য আগামী আর্থিক বছরে মহাকাশ গবেষণা ও অভিযান খাতে বরাদ্দের পরিমাণ ৪৭০ কোটি টাকা রাখা হয়েছে। এরমধ্যে, ২৫৫ কোটি টাকা শুধুমাত্র ধার্য করা হয়েছে নতুন প্রকল্পের জন্য।


পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তান মাল্টি-মিশন স্যাটেলাইট (পাকস্যাট এমএম-১) –এর জন্য ১৩৫ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। পাশাপাশি করাচি, লাহৌর এবং ইসলামাবাদে স্পেস সেন্টার খুলতে তৎপর পাক প্রশাসন। এর জন্যও ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাকস্যাট এমএম-১ এর খরচ হবে প্রায় ২৭০০ কোটি টাকা।


বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই উপগ্রহ-ক্ষেত্রকে ঢেলে সাজানোর দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, ভারতের দিকে নজর রাখা। দ্বিতীয়ত, আগে না থাকলেও, বর্তমানে ভারতের সঙ্গে উপগ্রহ ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা পাকিস্তানকে উদ্বেগে রেখেছ।