ইসলামাবাদ: আফগানিস্তানের পূর্বাঞ্চলের কুনার প্রদেশে মার্কিন সেনাবাহিনীর ড্রোন হামলায় মৃত্যু হল পাকিস্তানের তালিবান প্রধান মৌলানা ফজলুল্লার। এই কুখ্যাত জঙ্গিনেতাই ২০১২ সালে মালালা ইউসুফজাইয়ের উপর হামলার নির্দেশ দিয়েছিল বলে জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছিল। তার মাথার দাম ছিল ৫০ লক্ষ মার্কিন ডলার। ২০০৯ থেকে পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় সামরিক অভিযানে একের পর এক সঙ্গীর মৃত্যু হলেও, এতদিন অধরা ছিল ফজলুল্লা।


গতকালই মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আফগানিস্তানে এক জঙ্গিনেতাকে খতম করার লক্ষ্যে অভিযান চালানো হয়েছে। তবে কোন জঙ্গিনেতাকে খতম করা হয়েছে, সেটা জানানো হয়নি। আজ আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র মহম্মদ রাদমানিশ জানিয়েছেন, বুধবার মার্কিন সেনাবাহিনীর অভিযানে ফজলুল্লাকে খতম করা হয়েছে। তেহরিক-ই-তালিবান পাকিস্তান অবশ্য তাদের প্রধান নেতার মৃত্যুর খবর এখনও স্বীকার করেনি।

সূত্রের খবর, পাকিস্তান সীমান্তের কাছে একটি গ্রামে সঙ্গীদের নিয়ে ইফতারের অনুষ্ঠানে যোগ দিয়েছিল ফজলুল্লা ওরফে রেডিও মোল্লা ওরফে মৌলানা রেডিও। সেই সময়ই মার্কিন সেনাবাহিনী ড্রোন হামলা চালায়। এই হামলায় ফজলুল্লার পাশাপাশি তার চার সঙ্গীরও মৃত্যু হয়েছে।

মালালার উপর হামলার নির্দেশ দেওয়া ছাড়াও ২০১৩ সালে পাক তালিবানের প্রধান হওয়ার পর একাধিক বড়মাপের সন্ত্রাসবাদী হামলা চালানোর নির্দেশ দেয় ফজলুল্লা। ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারের সেনা স্কুলে জঙ্গি হামলায় ১৩০টি শিশু সহ ১৫১ জনের মৃত্যু হয়। এই হামলাও ফজলুল্লার নির্দেশেই চালানো হয়েছিল বলে খবর। ২০১০ ও ২০১৪ সালে তার খতম হওয়ার খবর রটে গিয়েছিল। তবে সেই খবর ভুয়ো ছিল। এবার অবশ্য মার্কিন সেনাবাহিনী এই কুখ্যাত জঙ্গিনেতাকে খতম করতে সফল হয়েছে বলেই জানা গিয়েছে।