ইসলামাবাদ: জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারতের সঙ্গে চলতি সংঘাতের প্রেক্ষাপটে ‘গজনভি’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণ করল পাকিস্তান। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ইস্যুকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়ে শোরগোল করতে চেয়েছিল তারা।
ভূমি থেকে ভূমিতে উত্ক্ষেপণযোগ্য এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ২৯০ কিমি দূরত্ব পর্যন্ত একাধিক সমরাস্ত্র বহনে সক্ষম বলে জানিয়েছে পাকিস্তান। ট্যুইটারে এই ছোট পাল্লার ক্ষেপণাস্ত্রকে রাতের আকাশে পরীক্ষামূলক ভাবে ছোঁড়ার একটি ভিডিও শেয়ার করেছেন পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।


জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি ও তিন বাহিনীর প্রধানরা ক্ষেপণাস্ত্রের সফল উত্ক্ষেপণের জন্য বিশেষজ্ঞদের টিমকে অভিনন্দন জানিয়েছেন বলে ট্যুইট করেছেন গফুর। প্রেসিডেন্ট রশিদ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খানও এই কৃতিত্বের জন্য বিশেষজ্ঞ দলের পাশাপাশি গোটা দেশকেও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তানের গত বৃহস্পতিবারই ৩১ আগস্ট পর্যন্ত করাচির তিনটি আকাশপথ বন্ধ রাখার ঘোষণাতেই ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য পরীক্ষামূলক উত্ক্ষেপণের ইঙ্গিত ছিল।
বিশেষ মর্যাদা তুলে নিয়ে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দু টুকরো করছে ভারত। পাল্টা পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা হ্রাস করে, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কার করে পাকিস্তান। ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য স্থগিত রাখার পাশাপাশি দুদেশের বাস পরিষেবাও বন্ধ ঘোষণা করে তারা।
ভারত অবশ্য আন্তর্জাতিক মহলকে স্পষ্ট জানিয়েছে, ৩৭০ অনুচ্ছেদ বাতিল তার ঘরোয়া ব্যাপার। পাকিস্তানকে বাস্তব মেনে নেওয়ারও পরামর্শ দিয়েছে ভারত।