আজ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলে কাশ্মীর ইস্যু তুলতে পারে পাকিস্তান, জবাব দিতে তৈরি ভারত
Web Desk, ABP Ananda | 10 Sep 2019 11:57 AM (IST)
রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় সময় অনুযায়ী বিকেল তিনটেয় বক্তব্য পেশ করা হবে। রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে জবাব দেবে ভারত।
রাষ্ট্রপুঞ্জ: ৩৭০ ধারা বিলোপ নিয়ে সংঘাতের আবহেই আজ জেনিভায় রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে মুখোমুখি ভারত-পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ তুলতে পারে পাকিস্তান। সেদেশের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সোমবারই রওনা দিয়েছেন সুইত্জারল্যান্ডের উদ্দেশে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের ৪২ তম বৈঠকে তিনিই পাকিস্তানের প্রতিনিধি। ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রকের সচিব এবং ইসলামাবাদে ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়া। বিদেশমন্ত্রক সূত্রে খবর, আন্তর্জাতিক স্তরে কাশ্মীর ইস্যুতে সাড়া না পেয়ে মরিয়া হয়ে উঠে এবার রাষ্ট্রপুঞ্জে সরব হতে চলেছে ইমরান খান সরকার। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় সময় অনুযায়ী বিকেল তিনটেয় বক্তব্য পেশ করা হবে। রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে জবাব দেবে ভারত।