ওয়াশিংটন: কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের সম্পর্ক যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, সেটা এখন আর ততটা নেই বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তবে একইসঙ্গে জানিয়েছেন, দু’দেশ রাজি থাকলে তবেই তিনি মধ্যস্থতা করবেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে সংঘাত চলছে। তবে দু’সপ্তাহ আগে এই সম্পর্ক যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, সেটা এখন কিছুটা কমেছে। দু’দেশের সঙ্গেই আমার সম্পর্ক ভাল। তারা চাইলে আমি সাহায্য করতে রাজি।’
কিছুদিন আগেই ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তখন তিনি বলেছিলেন, ভারত-পাকিস্তানকেই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। এটি দ্বিপাক্ষিক বিষয়। তবে তিনি ফের মধ্যস্থতার প্রস্তাব দিলেন।
ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তাপ ২ সপ্তাহ আগের তুলনায় এখন কিছুটা কমেছে, দাবি ট্রাম্পের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Sep 2019 08:22 AM (IST)
তিনি ফের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -