করাচি: পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঘোটকি জেলায় হোলির আগের দিন সংখ্যালঘু সম্প্রদায়ের দুই নাবালিকাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ উঠল প্রভাবশালীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘুরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরি।


পাকিস্তানের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সঞ্জেশ ধঞ্জা জানিয়েছেন, অপহৃত মেয়েদু’টির নাম রিনা (১৫) ও রবিনা (১৩)। তাদের দাদা এফআইআর করেছেন। তিনি জানিয়েছেন, তাঁদের বাবার সঙ্গে কয়েকদিন আগে অভিযুক্তদের বচসা হয়। এর জেরেই তারা হোলির আগের দিন পিস্তল নিয়ে জোর করে বাড়িতে ঢুকে দুই বোনকে তুলে নিয়ে যায়।

পাকিস্তান মুসলিম লিগ নেতা আনন্দ কুমার গোকলানি জানিয়েছেন, তিনি সরকারের কাছে অবিলম্বে বলপূর্বক ধর্মান্তকরণ-বিরোধী আইন জারি করার আর্জি জানিয়েছেন।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, যে দু’টি মেয়েকে অপরহণ করা হয়, তারা নাবালিকা। তারা নিজেদের ইচ্ছায় ধর্মান্তরিত হয়েছে, এমন কোনও প্রমাণ মেলেনি। এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্তর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।