ইসলামাবাদ: পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-তে অন্তর্ভূক্তির উদ্যোগ নিয়ে তাদের আপত্তির কথা ফের জানাল পাকিস্তান।  এক্ষেত্রে ভারতকে ছাড় দিতে ছোট ছোট দেশগুলির ওপর চাপ তৈরি করা হলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। তাদের বক্তব্য, এনএসজি-তে অন্তর্ভূক্তির ব্যাপারে ভারতের মতোই পাকিস্তানের আবেদনকে সমান সুযোগ দেওয়া না হলে তা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকে খাটো করবে।


পাক আধিকারিকরা মনে করছেন, শক্তিশালী দেশগুলি ৪৮ সদস্য বিশিষ্ট এনএসজি-তে ভারতকে সদস্যপদ দেওয়ার জন্য ছোট ছোট দেশগুলির ওপর শক্তিশালী দেশগুলি চাপ তৈরি করতে পারে। এনএসজি-ভুক্ত দেশগুলি ভারতকে সদস্যপদ দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় মাপকাঠিতে কোনও ছাড় দেবে না বলে আশা প্রকাশ করেছেন পাক বিদেশ দফতরের আধিকারিক কামরান আখতার। একটি কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি হুঁশিয়ারির সুরে বলেছেন, এক্ষেত্রে ভারতকে কোনওরকম ছাড় দেওয়া হলে তা শুধুমাত্র পাকিস্তানই নয়, অন্যান্য পরমাণু অস্ত্রহীন দেশগুলিতেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেবে। তারা মনে করতে পারে যে, তাদেরকে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার অন্যায়ভাবে বঞ্চিত করা হচ্ছে।

পাকিস্তানের দাবি, এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি, এমন দেশগুলিকে সদস্যপদ দেওয়ার ব্যাপারে মাপকাঠি তৈরির ব্যাপারে এনএসজি-র মধ্যে সমর্থন বাড়ছে। এরপরও ছোট ছোট দেশগুলির ওপর ভারতের সদস্যপদের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে পাকিস্তান অভিযোগ করেছে।