ইসলামাবাদ: নিউজিল্যান্ডে দু’টি মসজিদে হামলায় মৃত্যু হয়েছে দুই পাকিস্তানির। তাঁদের মধ্যে একজন হামলাকারীকে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন। গুরুতর জখম অবস্থায় তাঁর চিকিৎসা চলছিল। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, যে দুই পাকিস্তানির মৃত্যু হয়েছে, তাঁরা বাবা-ছেলে। হামলাকারীকে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন নইম রশিদ। তাঁর আসল বাড়ি অ্যাবোটাবাদে। নইমের ছেলে তলহা রশিদও এই হামলায় প্রাণ হারিয়েছেন।
পাকিস্তানের বিদেশ দফতরের মুখপাত্র মহম্মদ ফয়সল আজ জানিয়েছেন, নিউজিল্যান্ডের দু’টি মসজিদে হামলার সময় অনেক পাকিস্তানি হাজির ছিলেন। তাঁদের মধ্যে ৯ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিউজিল্যান্ডের পাক দূতাবাস এ বিষয়ে খোঁজ নিচ্ছে।
নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারীকে বাধা দিতে গিয়ে নিহত পাকিস্তানি
Web Desk, ABP Ananda
Updated at:
16 Mar 2019 05:30 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -