ইসলামাবাদ: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বদনাম ছড়ানোর জন্য দুই মহিলা অ্যাঙ্করকে নিষিদ্ধ করল পাকিস্তানের সরকারি টেলিভিশন চ্যানেল পিটিভি। জানা গেছে, তঞ্জিলা মাজহার ও ইয়াসফিন জামাল নামে ওই দুই অ্যাঙ্কর প্রথমে কর্তৃপক্ষের কাছে পিটিভি-র ডাইরেক্টর (কারেন্ট অ্যাফেয়ার্স) আগা মাসুদ শোরিসের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছিলেন।
এরপর তঞ্জিলা ও ইয়াসফিন বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ারও ব্যবহার করেন। এরপরই কর্তৃপক্ষ গত ২০ জানুয়ারি তাঁদের ২৪ ঘন্টার মধ্যে ওই পোস্ট সরানোর নির্দেশ দেয়। না হলে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেওয়া হয়। কিন্তু ওই দুই অ্যাঙ্কর কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করায় চ্যানেলের বদনাম করার অভিযোগে পিটিভি-তে অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তাঁদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কর্মস্থলে যৌন নিগ্রহের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় নিষিদ্ধ পিটিভি-র দুই অ্যাঙ্কর
ABP Ananda, web desk
Updated at:
25 Jan 2017 09:30 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -