নয়াদিল্লি: পাকিস্তানের সিংহভাগ রাজনৈতিক দল ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়। কিন্তু ভারতের ক্ষেত্রে তেমন মানসিকতা দেখতে পাচ্ছেন না বহুবার বিতর্কের জন্ম দেওয়া কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার। করাচি সাহিত্য উৎসবে গিয়ে তিনি নিজেই বলেছেন এ কথা।

মণিশঙ্কর বলেছেন, ভারত এখনও মানসিকভাবে ১৯৪৭ সালের পরিস্থিতিতে বদ্ধ। কিন্তু পাকিস্তান তা নয়। জামাত ই ইসলামি ছাড়া সব পাক রাজনৈতিক দলই ভারতের সঙ্গে শান্তি চায়। পাকিস্তানে এই মানসিকতার পরিবর্তন এসেছে। ভারত এখনও আটকে রয়েছে দেশভাগের সময়কালীন পরিস্থিতিতে।

বর্ষীয়াণ এই কংগ্রেস নেতার আশা, করাচি সাহিত্য উৎসবের মত অনুষ্ঠান আরও নিয়মিত হলে পাক নাগরিকদের আরও মেলামেশার সুযোগ মিলবে। পাকিস্তান থেকে তিনি যে বার্তা নিয়ে যাবেন তাতে ভারতীয়দের মানসিকতাতেও পরিবর্তন আসবে, যেমন গত ৩৫-৪০ বছরে পাকিস্তানের মানসিকতায় এসেছে।

মণিশঙ্কর যখন এ সব মন্তব্য করছেন, তখনই পাকিস্তান থেকে আসা জৈশ ই মহম্মদ জঙ্গিদের হামলায় ৫ সেনা কর্মী সহ ৬ জন শহিদ হন। এখনও জম্মুর সিআরপি ছাউনিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের এনকাউন্টার চলছে।