নওয়াজ শরিফ, দুই ছেলেকে সমন দুর্নীতি দমন শাখার
Web Desk, ABP Ananda | 17 Aug 2017 07:43 PM (IST)
লাহৌর: অর্থপাচার এবং দুর্নীতির অভিযোগে পাকিস্তানের বরখাস্ত হওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তাঁর দুই ছেলে হুসেন ও হাসানকে সমন পাঠাল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। সুপ্রিম কোর্টের নির্দেশেই শরিফ ও তাঁর ছেলেদের সমন পাঠানো হয়েছে বলে এনএবি-র পক্ষ থেকে জানানো হয়েছে। আগামীকাল তাঁদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পানামা পেপার্সকাণ্ডে যে দুর্নীতির কথা উঠে এসেছে, সে বিষয়েই শরিফ ও তাঁর ছেলেদের জেরা করা হবে। সংযুক্ত আরব আমিরশাহীতে ছেলের সংস্থায় ওয়ার্ক পারমিট থাকায় গত ২৮ জুলাই পাকিস্তানের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ শরিফকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করে। শরিফ ও তাঁর ছেলে-মেয়ে, জামাই সফদর ও আত্মীয় তথা মন্ত্রী ইশাক দারের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগের তদন্ত করার জন্য এনএবি-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই শরিফ ও তাঁর দুই ছেলেকে সমন পাঠিয়েছে এনএবি। ইশাককেও সমন পাঠানো হয়েছে। তাঁকে ২৩ তারিখ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শরিফ অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আগামীকাল এনএবি-র জেরার মুখোমুখি হবেন কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি। পিএমএলএন-এর এক নেতা বলেছেন, ‘নওয়াজ শরিফ এনএবি-র তদন্ত বয়কট করার কথা ভাবছেন। কারণ, তিনি মনে করছেন পানামা পেপার্স কাণ্ডের মতোই এবারও সুবিচার পাবেন না। আগামীকাল আস্থাভাজনদের সঙ্গে এই সমনের বিষয়ে আলোচনা করবেন শরিফ। এরপরেই তিনি হাজির হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’