ইসলামাবাদ: ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড কার্যকর হলে দ্বিপাক্ষিক সম্পর্কে খারাপ প্রভাব পড়বে বলে ভারত পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেও নরম হতে নারাজ পাক সেনাকর্তারা। রাওয়ালপিন্ডিতে পাক সেনার সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার পৌরোহিত্যে হওয়া কোর কমান্ডারদের বৈঠকে কুলভূষণকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাপঞ্জী নিয়ে আলোচনা হয়। জেনারেলদের ব্রিফ করা হলে তাঁরা সিদ্ধান্ত নেন, এধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের প্রশ্নে আপসের কোনও প্রশ্নই নেই। পাক সেনার মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে একথা জানিয়েছে।
প্রসঙ্গত, কুলভূষণ র-এর চর, ভারতের হয়ে তিনি পাকিস্তানে নাশকতা, অন্তর্ঘাত ঘটাচ্ছেন, এমন অভিযোগেই তাঁর বিচার করে দোষী ঘোষণা করে চরম সাজা দিয়েছে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, যাতে সিলমোহর দিয়েছেন পাক সেনাপ্রধান।
পাকিস্তানের দাবি, কুলভূষণ ভারতীয় নৌবাহিনীর কর্মরত অফিসার। তিনি ইরান থেকে পাকিস্তানে ঢুকেছেন। তারপরই তাঁকে বালুচিস্তান থেকে গত বছরের ৩ মার্চ গ্রেফতার করা হয়। কুলভূষণ এক বিবৃতিতে অপরাধ কবুল করেছেন, এই মর্মে একটি ভিডিও প্রকাশ করেছে পাক সেনা। যদিও ভারতের দাবি, তিনি ভারতীয় নৌবাহিনীতে অতীতে কাজ করেছেন বটে, তবে সরকারের সঙ্গে কোনও সম্পর্কই নেই কুলভূষণের।