ইসলামাবাদ: সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে রাজনাথ সিংহের ভাষণ সম্প্রচারে বাধা দিল পাকিস্তান সরকার। তাঁকে সেন্সর করা হল। রাজনাথ যেখানে ভাষণ দেন, সেখানে ভারতীয় সংবাদমাধ্যম তো বটেই, পাকিস্তানের বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকেও ঢুকতে দেওয়া হয়নি। শুধু সরকারি পাক চ্যানেল পিটিভি সেখানে ছিল। নয়াদিল্লি থেকে রাজনাথের সঙ্গে যাওয়া সাংবাদিকদের দূরে সরিয়ে রাখেন পাক কর্তারা। এ নিয়ে কথাকাটাকাটিও হয় এক ভারতীয় কূটনীতিক অফিসার ও এক পাক সরকারি অফিসারের মধ্যে।


কাশ্মীর নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে চলতি সংঘাতের ছায়া পড়েছিল সার্কের এই সম্মেলনে। তা এতটাই গভীর যে সেরেনা হোটেলে সম্মেলন মঞ্চে ঢোকার সময় রাজনাথের সঙ্গে পাক অভ্যন্তরীণমন্ত্রী চৌধুরি নিসার আলি খানের সামনাসামনি দেখা হলেও কার্যত পরস্পরকে এড়িয়ে যেতে দেখা যায় তাঁদের। হাতও মেলাননি তাঁরা। এমনকী নিসার সম্মেলনে আসা সদস্য দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করে নিজেই আগে চলে যাওয়ায় রাজনাথও সেখানে যাননি বলে খবর। নিসারের মধ্যাহ্নভোজ বয়কট করে তিনি হোটেলে ফিরেই খাওয়াদাওয়া সারেন। তারপরই দেশে ফেরার বিমান ধরেন। বিকেল পাঁচটায় দেশে ফেরার কথা ছিল রাজনাথের। কিন্তু এক ‘অস্বাভাবিক’ পরিস্থিতি তৈরি হওয়ায় ২০ ঘণ্টারও কম সময় পাকিস্তানে থেকে তিনি দিল্লি ফিরে আসেন। দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তাঁকে সব জানান রাজনাথ। সরকারি সূত্রের খবর, সাড়ে চারটেয় রাজনাথকে নিয়ে বিএসএফের বিমান বিমানবন্দরে নামার পর পূর্বনির্ধারিত সাংবাদিক বৈঠক বাতিল করে সেখান থেকেই সোজা মোদীর কাছে চলে যান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সেখানে কী বলেছেন, সম্মেলনের ফাঁকে অন্য দেশের নেতাদের সঙ্গে কী কথা হয়েছে, সে ব্যাপারে অবহিত করেন প্রধানমন্ত্রীকে।