মাসকাটের এই শিবমন্দিরটি এই অঞ্চলের অন্যতম প্রাচীন। গুজরাত থেকে ওমানে যাওয়া ব্যবসায়ীরা এই মন্দির তৈরি করেছিলেন বলে শোনা যায়। শিব ছাড়াও এই মন্দিরে হনুমানেরও মূর্তি আছে। উৎসবের সময় এই মন্দিরে ১৫ হাজার মানুষ পুজো দিতে আসেন।
গতকালই আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। ২০২০ সালের মধ্যে এই মন্দির তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।