মাসকাট: ওমান সফরে গিয়ে মাসকাটে ১২৫ বছরের পুরনো একটি শিবমন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সুলতান কাবুস মসজিদেও যান। আজ তাঁর বিদেশ সফরের শেষ দিন। আজই নয়াদিল্লি ফিরে আসবেন প্রধানমন্ত্রী।





মাসকাটের এই শিবমন্দিরটি এই অঞ্চলের অন্যতম প্রাচীন। গুজরাত থেকে ওমানে যাওয়া ব্যবসায়ীরা এই মন্দির তৈরি করেছিলেন বলে শোনা যায়। শিব ছাড়াও এই মন্দিরে হনুমানেরও মূর্তি আছে। উৎসবের সময় এই মন্দিরে ১৫ হাজার মানুষ পুজো দিতে আসেন।






গতকালই আবু ধাবির প্রথম হিন্দু মন্দিরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। ২০২০ সালের মধ্যে এই মন্দির তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।