ভিডিও সৌজন্যে ন্যাট্রো নেট টেকনো বিন, ইউটিউব আইএস-এর হামলাকারী ট্রাক ধেয়ে আসছিল সেনাদের দিকে, তারপর কী হল দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Apr 2016 08:54 AM (IST)
সিরিয়া: আইএস জঙ্গিদের আত্মঘাতী হামলা চালানো একটি ট্রাক ধেয়ে আসছিল সেনাবাহিনীর দিকে। কিন্তু পাল্টা হামলায় কার্যত সেই ট্রাকটিই ভেঙে গুঁড়িয়ে গেল টুকরো টুকরো হয়। কার্যত ম্যাড ম্যাক্স ছবির চিত্রনাট্যের সঙ্গে দৃশ্যের মিল থাকলেও, ঘটনাটি ঘটেছে সিরিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে সিরিয়ায় কুর্দিশ যোদ্ধারা একটি হামলাকারী ট্র্যাককে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু খুব অদ্ভতভাবেই সেই হামলার মুখে রক্ষা পায় ট্রাকটির চালক। ভিডিওতে দেখা যাচ্ছে কুর্দ সেনারা ওই আত্মঘাতী ট্রাকটি লক্ষ্য করেই মেশিন গান ও বন্দুক চালায়। মিসাইল হামলায় কার্যত আগুনের গোলার মতো পাক খেতে থাকে ট্রাকটি। তারপরই এই হামলার সফলতা উদযাপন করেন কুর্দ সেনারা। এরআগে অবশ্য ম্যাড ম্যাক্স স্টাইলে আত্মঘাতী হামলা চালিয়েছিল আইএস জঙ্গিরা ইরাকি সেনাবাহিনীর ওপর।