ইসলামাবাদ: আজ পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে এক অভিনব ঘটনা দেখা গেল। নিলামে উঠল আটটি মোষ। সেগুলি বিক্রি হল ২৩ লক্ষ টাকায়। পাক সরকার সূত্রে খবর, প্রবল আর্থিক অনটনের কারণেই মোষ নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়। একই কারণে এর আগে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়িও নিলামে তোলা হয়।


পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, মোষগুলি কিনেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেগুলি এতদিন প্রধানমন্ত্রীর বাসভবনেই ছিল। সেগুলিই আজ নিলামে বিক্রি করে দেওয়া হল। শরিফের সমর্থকরাই মোষগুলি কিনেছেন বলে জানা গিয়েছে। যদিও নিলামে যোগ দেওয়া অনেক ব্যক্তির দাবি, যা দর রাখা হয়েছিল, মোষগুলির আসল দাম তার চেয়ে অনেক কম। এ নিয়ে নিলাম চলাকালীন তর্কাতর্কিও শুরু হয়ে যায়। যদিও শেষপর্যন্ত ভাল দামেই বিক্রি হয়েছে মোষগুলি।




গত সাত মাসে পাকিস্তানের টাকার দাম ২০ শতাংশ কমে গিয়েছে। গত অর্থবর্ষে ঘাটতি ছিল ১,৮০০ কোটি মার্কিন ডলার। বাজেট ঘাটতি ২ লক্ষ কোটি টাকারও বেশি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সরকারি খরচ কমানোর জন্য নানা ব্যবস্থা নিচ্ছেন ইমরান খান। গত সপ্তাহেই ৬১টি বিলাসবহুল গাড়ি নিলামে তোলা হয়। এবার মোষও নিলামে তোলা হল।