মেক্সিকো: একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে আবেগ সামলে রাখা কঠিন। তীব্র প্যাশন থেকে অনেক সময় প্রেমিক-প্রেমিকারা আবেগঘন মুহূর্তে ‘লাভ বাইটস’ বসিয়ে দেন পরস্পরকে। কিন্তু তা যদি মৃত্যুর কারণ হয়, তাহলে? এমনই ঘটেছে মেক্সিকো সিটিতে।
সদ্য যৌবনে পা রাখা দুটি ছেলে-মেয়ে উত্তেজনার বশে প্রেমের কামড় বসিয়ে দেয় পরস্পরকে। কিন্তু সেটাই হল কিনা মরণ-কামড়! স্ট্রোক। শেষে মৃত্যু হল ১৭ বছরের কিশোর প্রেমিকের।
জুলিও ম্যাকিয়াস গোঞ্জালেজ নামে ছেলেটি পরিবারের সঙ্গে নৈশভোজ করছিল। তার আগে সে এক সুন্দর রোম্যান্টিক সন্ধে কাটিয়েছে ২৪ বছরের বান্ধবীর সঙ্গে। সে তার গলায় প্রেমের কামড় দিয়েছিল, ফলে কিশোরের শরীরের ওই অংশে রক্ত জমাট বেঁধে যায়। সাধারণত লাভ বাইটসের পর অনেক সময় চামড়ার সেই অংশে লাল দাগ তৈরি হয় রক্ত জমাট বেঁধে যাওয়ায়।
চিকিত্সকদের দাবি, সাধারণত জোরে কামড়ের ফলে ব্লাড ভেসেল ফেটে গেলে এধরনের কাণ্ড হয়। রক্ত জমাট বেঁধে যাওয়ার পর সেটা গিয়ে কিশোরের ব্রেনে ধাক্কা মারে। এর ফলে কিশোরের স্ট্রোক হয় এবং খিঁচুনি শুরু হয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
লাভ বাইটস থেকে মৃত্যু এর আগেও ঘটেছে। নিউজিল্যান্ডে এক মহিলাকে তাঁর প্রেমিক গলায় এমন কামড় দিয়েছিলেন, তাঁর স্ট্রোক তো হয়েছিলই, এমনকি বাঁ দিকের হাতও পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়।
প্রেমিকার ‘প্রেম-কামড়’, স্ট্রোক, মৃত্যু প্রেমিকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Aug 2016 09:52 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -