করাচি: গত সোমবার ভারতীয় সংসদের দুই কক্ষেই পাস হয়েছে আর্টিকেল ৩৭০ ধারা অবলুপ্তিকরণ বিল। একই সঙ্গে পাস হয়েছে জম্মু-কাশ্নীর পুনর্গঠন বিলও। যার ফলে, জম্মু-কাশ্মীর আর রাজ্য থাকছে না। বরং, ভূ-স্বর্গ-কে দ্বিখণ্ডিত করে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে ২টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভেঙে দেওয়া হয়েছে। ভারতের এই সিদ্ধান্তের পর ইসলামাবাদ দিল্লির সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক শেষ করার পথে হাঁটতে শুরু করে। প্রথমেই বন্ধ করে দেওয়া হয় বাণিজ্য। তারপর বহিষ্কার করা হয় ভারতীয় রাষ্ট্রদূতকে। বন্ধ করা দেওয়া হয় ভারত-পাক সমঝোতা এক্সপ্রেস পরিষেবাও। প্রত্যুত্তরে পাল্টা পরিষেবা বন্ধ করে ভারতও। এই উত্তপ্ত আবহেই পাকিস্তানে গিয়ে গান গেয়ে শোরগোল ফেলে দিলেন ভারতীয় গায়ক মিকা সিংহ।
পাকিস্তানের দৈনিক পত্রিকা ‘ডেইলি জঙ’-এ প্রকাশিত খবর অনুযায়ী ৮ অগস্ট পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ ঘনিষ্ঠ এক বিলিয়নিয়ারের মেয়ের বিয়েতে গান গাইতে এসেছিলেন মিকা এবং তাঁর দল। ৪২ বছরের এই গায়ক এই অনুষ্ঠানের জন্য নিয়েছেন এক কোটি টাকা। সেই অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতে দেখেই নড়েচড়ে বসে পাকিস্তান। মিকা সহ আরও ১৪ জনকে কারা ভিসা দিল এবং তাঁদের নিরাপত্তার বিষয়টিতেও ছাড়পত্র কে বা কারা দিল, সরকারের তা খতিয়ে দেখা উচিত। ইমরান খানের সরকারের কাছে এই দাবিই রেখেছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা সঈদ খুরশিদ।এদিকে পাকিস্তানে গিয়ে গান গাওয়ার জন্য ভারতীয় অনুরাগীদের সমালোচনাও শুনতে হচ্ছে তাঁকে।