লাহোর: নরেন্দ্র মোদীর ‘নির্দেশে’ নিরপরাধ কাশ্মীরীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ তুলে পাকিস্তানের আদালতে সে দেশের এক আইনজীবী। ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ জারির আবেদন জানিয়ে লাহোর হাইকোর্টে পিটিশন পেশ করেছেন আবদুল হামিদ নামে ওই আইনজীবী।
তিনি জানিয়েছেন, পাকিস্তানের পেনাল কোডের খুন ও সন্ত্রাসবাদ সংক্রান্ত ধারা ও সন্ত্রাস দমন আইনে এফআইআর দায়েরের নির্দেশ দিতে আবেদন করা হয়েছে আদালতে।
কয়েকদিন আগেই ভারতের এক আদালতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে পিটিশন জমা পড়েছে। জম্মু ও কাশ্মীরে দাঙ্গায় উসকানি দেওয়ার ছক কষেছেন, শরিফের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে আম্বালার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পিটিশনটি পেশ করেছেন অ্যান্টি টেররিস্ট ফ্রন্ট নামে এক সংগঠনের সভাপতি বীরেশ শান্ডিল্য। মোদীর নামে পাক আইনজীবীর পিটিশন কি তার জবাব ?
কাশ্মীর: মোদীর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ চেয়ে পিটিশন পাকিস্তানের আদালতে
web desk, ABP Ananda
Updated at:
22 Jul 2016 12:16 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -