সংবাদসংস্থা সূত্রে খবর, আকাশসীমায় নিষেধাজ্ঞা জারি হওয়ার জন্য উত্তর পাকিস্তানের বিভিন্ন শহরগামী ফ্লাইট বাতিল করেছে পিআইএ।
জানা গিয়েছে, পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের গিলগিট ও স্কার্দুগামী ফ্লাইট বাতিল করা হয়েছে। একইভাবে, খাইবার-পাখতুনখোয়া প্রদেশের চিত্রালের বিমানও বাতিল করা হয়েছে।
সংস্থার মুখপাত্র টুইটারে জানান, অসামরিক বিমান পরিবহণ সংস্থার নির্দেশিকা অনুযায়ী উত্তরের আকাশসীমা বুধবার বন্ধ রাখা হয়েছে। এর জন্য ক্ষমাপ্রার্থনাও করে সংস্থাটি।
যদিও তিনি কোনও কারণ বলেননি। তবে, প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সম্ভবত ওই অঞ্চলে পাক যুদ্ধবিমান এখন নজরদারি চালানোর জন্য আকাশে চক্কর কাটবে। তাই, অসামরিক বিমানগুলির জন্য আকাশসীমাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, উরিতে জঙ্গি হামলার পরই ভারত ও পাকিস্তানের মধ্যে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। হামলায় ১৮ জওয়ানের মৃত্যুর পরই ভারতজুড়ে পাল্টা সামরিক অভিযানের দাবি উঠেছে।
এই প্রেক্ষিতে ‘সম্ভাব্য যুদ্ধের’ বিষয়টিকে মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কা, পাক-অধিকৃত কাশ্মীের হামলা চালাতে পারে ভারত। তাই আগাম সতর্কতা।