লন্ডন: সাল ১৯৭৯। বর্ণবৈষম্য, সাম্রাজ্যবাদ ও উগ্রজাতীয়তাবাদের বিরুদ্ধে ব্রিটিশ সাইকেডেলিক রক ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’ লিখেছিল ‘ওয়েটিং ফর দ্য ওয়ার্মস’। ‘দ্য ওয়াল’ অ্যালবামের ওই গান সেসময় তো বটেই এমনকি এখনও ‘পিঙ্ক ফ্লয়েড’ অনুরাগীদের মনে ঝড় তোলে। ‘দ্য পাইপারস অ্যাট দ্য গেটস অব ডন’ (১৯৬৭) থেকে শুরু করে ‘দ্য ওয়াল’ (১৯৭৯), ‘দ্য ফাইনাল কাট’ (১৯৮৩), ‘দ্য ডিভিশন বেল’ (১৯৯৪), ‘দ্য এন্ডলেস রিভার’ (২০১৪) পর্যন্ত ব্রিটিশ ব্যান্ডের প্রতিকটা অ্যালবামই শ্রোতাদের মনে হিন্দোল তুলেছে। একই সঙ্গে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন সিড ব্যারেট, নিক মেসন, রজার ওয়াটার্স, রিচার্ড রাইটদের মতো কিংবদন্তীরা। সেই ‘পিঙ্ক ফ্লয়েড’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট রজার ওয়াটার্স ফের একবার শিহরণ জাগিয়ে দিলেন।
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে লন্ডনে যে আন্দোলন চলছে সেখানে গিয়ে বিদ্রোহী কবিতা পাঠ করলেন ওয়াটার্স। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমির আজিজ সিএএ বিরোধী যে কবিতায় ভূভারতকে উদ্বেল করেছেন সেই কবিতাই শোনা গেল কিংবদন্তীর কণ্ঠে। ‘সব ইয়াদ রাখা জায়েগা’। আমির আজিজের লেখা এই কবিতার ইংরাজি তর্জমাই এদিন আওয়াজ তুলল লন্ডনের রাস্তায়। সৌজন্যে অবশ্যই রজার ওয়াটার্স।
আজিজের কবিতা পাঠের আগে রজার্স বলেন, “মোদি এবং তাঁর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছেন আমির আজিজ। জাতিবিদ্বেষী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে অ্যাক্টিভিস্ট আজিজ।” প্রসঙ্গত, জামিয়ার ছাত্র আজিজ শুরু থেকেই সিএএ বিরোধী আন্দোলনে নিজেকে সামিল করেছেন। এরপর জামিয়া ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ওপর পুলিশি বর্বতার কড়া প্রতিবাদ জানিয়ে এই ছাত্র লেখেন ‘সব ইয়াদ রাখা জায়েগা’। এদিন সেই কবিতার ইংরাজি অনুবাদই পড়ে শোনান ‘পিঙ্ক ফ্লয়েড’ ব্যান্ডের গিটারিস্ট ওয়াটার্স। বৃহস্পতিবার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর থেকেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ওয়াটার্সের সেই কবিতা আবৃত্তির ভিডিও শেয়ার করে প্রতিবাদ জানিয়েছেন ‘নাগরিক কবিয়াল’ কবীর সুমনও।