বেজিং: ভারতীয় সেনাবাহিনীর বাধায় ডোকালামে সড়ক নির্মাণ বন্ধ করে দিতে বাধ্য হয় চিনের সেনাবাহিনী। সে বিষয়ে তারা কোনও মন্তব্য করছে না। তবে চিনা সেনার দাবি, নিজেদের সীমান্ত অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য ডোকালামে জওয়ানদের সংখ্যা এবং টহলদারি বাড়ানো হবে।

চিনের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রেন গুয়োকিয়াং বলেছেন, ‘চিনের সেনাবাহিনী নিজের দায়িত্ব ও লক্ষ্য অনুযায়ী কাজ চালিয়ে যাবে। দেশের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষা করার জন্য ডোকালামে নজরদারি ও সেনার সংখ্যা বাড়ানো হবে।’ ভুটান যে অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে চিনের সেনাবাহিনীর রাস্তা তৈরির বিরোধিতা করে এবং ভারতের সেনাবাহিনীর বাধায় সেই কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় চিন, সে বিষয়ে জবাব এড়িয়ে গিয়েছেন গুয়োকিয়াং। তাঁর দাবি, ‘আমরা দীর্ঘদিন ধরেই রাস্তা তৈরি সহ পরিকাঠামো উন্নতির জন্য কাজ করে চলেছি। ভবিষ্যতে আবহাওয়া সহ বিভিন্ন সমস্যার কথা মাথায় রেখে আমরা পরিকাঠামো উন্নত করার কথা বিবেচনা করব।’

সোশ্যাল মিডিয়ায় খবর রটে গিয়েছে, ডোকালাম থেকে সেনা সরানোর বিনিময়ে ভারতকে বিপুল অর্থ ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চিন। এই খবর পুরোপুরি গুজব বলে দাবি করেছেন গুয়োকিয়াং। তিনি বলেছেন, সরকারের বিভিন্ন বিভাগ থেকে তাঁরা এ বিষয়ে খোঁজ নিয়েছেন। ভারতকে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানা যায়নি। ডোকালামকে ফের নিজেদের অংশ বলে দাবি করেছেন গুয়োকিয়াং। সম্প্রতি লাদাখে দু দেশের সেনাবাহিনীর খণ্ডযুদ্ধের দায়ও ভারতীয় সেনাবাহিনীর উপরেই চাপিয়ে দিয়েছেন তিনি। তাঁর আরও দাবি, এই ঘটনা নিয়ে ভারত সরকারের কাছে অভিযোগ জানানো হয়েছে।