নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের ৭৪ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এখন নিউইয়র্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন তিনি।
গতকাল নিউইয়র্কে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘আগামীকাল স্থানীয় সময় ১২.১৫য় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’
সূত্রের খবর, দুই শীর্ষ নেতৃত্বের বৈঠকে উঠে আসতে পারে নানা দ্বিপাক্ষিক, স্থানীয় ও আন্তর্জাতিক বিষয়। দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ে নানা সমস্যার কথা উঠে আসতে পারে আলোচনায়। উঠতে পারে সামরিক ও শক্তি সংক্রান্ত চুক্তির প্রসঙ্গও।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখার পর অনেকগুলি দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট।
নিউ ইয়র্কে ইকনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল চেম্বারের সদর দফতরে প্রধানমন্ত্রী মোদি আজ একটি গাঁধী বিষয়ক আলোচনায় পৌরহিত্য করবেন। আলোচনার বিষয়বস্তু হল, ‘নেতৃত্ব গুরুত্বপূর্ণ: সাম্প্রতিক বিশ্বে মহাত্মা গাঁধীর ভাবাদর্শের ভূমিকা’।
সোমবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে ট্রাম্প ফের কাশ্মীর সমস্যা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যস্থতা করার ইচ্ছেপ্রকাশ করেন। হিউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের পরদিনই বৈঠকে বসেন তাঁরা।