তেল আভিভ: পোশাক দিয়ে ফের বাজিমাত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


বর্তমানে তিনদিনের ঐতিহাসিক ইজরায়েল সফরে রয়েছেন মোদী। মঙ্গলবারই তিনি সেখানে পৌঁছেছেন। তাঁকে স্বাগত জানাতে বর্ণাঢ্য আয়োজন করেছিল ইজরায়েল।


বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন খোদ ইজরায়েলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হিন্দিতে মোদীকে স্বাগত জানান তিনি। মোদীও হিব্রু ভাষায় পাল্টা স্বাগত জানান।


কিন্তু, সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল প্রধানমন্ত্রীর পোশাক। এমনিতেই, পোশাক সম্পর্কে মোদীর ধারনা যে কতটা নিখুঁত, তা সকলেই জানেন। ভিন্ন মেজাজের জন্য প্রধানমন্ত্রীর পোশাকও ভিন্ন হয়। এই নিয়ে অতীতে বিতর্কও কম হয়নি।


ফের মোদীর পোশাক-বৈচিত্র্যের নমুনা দেখল ইজরায়েল। মঙ্গলবার বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছে বিমান থেকে নামতেই দেখা যায় মোদী একটা সুন্দর সাদা গলাবন্ধ স্যুট পরে রয়েছেন। তাঁর বাঁদিকের বুক-পকেট থেকে উঁকি দিচ্ছে গাঢ় নীল রঙের রুমাল।


মোদীর এই পোশাক গোটা ইজরায়েল জুড়েই আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বস্তুত, নীল ও সাদা হল ইজরায়েলের জাতীয় পতাকার রং। কূটনৈতিক মহলের বিশ্বাস, মানানসই পোশাক পরে মোদী ইজরায়েলকে কাছে টানতে চেয়েছেন।


সেটাই যদি অভিপ্রায় হয়ে থাকে, তাহলে বলতেই হবে যে মোদী এই প্রচেষ্টায় সফল।