ইসলামাবাদ: আগামী সার্ক সম্মেলন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান। ২০১৬-র সেপ্টেম্বরে জম্মু ও কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাছাউনির ওপর ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার জেরে ‘বিদ্যমান পরিস্থিতি’র উল্লেখ করে সে বছর ইসলামাবাদে হতে চলা সার্ক বৈঠকে সামিল হতে অপারগ বলে জানিয়ে দেয় ভারত। বাংলাদেশ, ভুটান, আফগানিস্তানও সেবার যোগদানে রাজি না হওয়ায় সম্মেলন বাতিল হয়ে যায় শেষ পর্যন্ত। সার্কের বাকি দুই সদস্য দেশ হল শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
আজ ইসলামাবাদে সাংবাদিক সম্মেলন ডেকে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল মোদীকে আমন্ত্রণ পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। তিনি মনে করিয়ে দেন, পাক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর ভোটে জয়ের পর দেওয়া ভাষণে বলেছেন, ভারত পরিস্থিতি স্বাভাবিক করতে এক পা এগলে পাকিস্তানও দু পা এগবে। সার্ক সম্মেলনে আসার জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো হবে বলে ফয়সলকে উদ্ধৃত করে খবর দিয়েছে ‘ডন’ সংবাদপত্র। তিনি বলেছেন, নরেন্দ্র মোদীকে লেখা পত্রে ইতিমধ্যে ভারতের সঙ্গে আলোচনার রাস্তায় যাবতীয় অমীমাংসিত সমস্যা মিটিয়ে ফেলতে পাকিস্তানের আগ্রহের কথা জানিয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। ফয়সলের কথায়, ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে। সুতরাং সম্পর্ক দ্রুত স্বাভাবিক হতে পারে না।
শেষ সার্ক বৈঠক হয়েছিল ২০১৪-য় কাঠমান্ডুতে, যেখানে গিয়েছিলেন মোদী।
ফয়সল জানান, পাকিস্তানের কর্তারপুরের গুরুদ্বার দরবার সাহিবে ভারতের শিখ তীর্থযাত্রীদের বিনা ভিসায় সফরের সুবিধার্থে কর্তারপুর করিডর তৈরির কাজ ৬ মাসে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই শতাব্দীতে কূটনীতির চেহারা সম্পূর্ণ বদলে গিয়েছে বলে অভিমত জানিয়ে তিনি বলেন, আজকের দিনে পলিসি তৈরি হয় সাধারণ লোকের আশা-আকাঙ্খা, বাসনা, চাহিদা, আবেগ মাথায় রেখেই।
রবি নদীর ওপারেই পাকিস্তানে কর্তারপুর সাহিব। পঞ্জাবের গুরদাসপুরের ডেরা বাবা নানক মন্দির থেকে প্রায় চার কিমি দূরত্ব তার। ১৫২২-এ সেটি তৈরি হয়।
গুরুদাসপুরের ডেরা বাবা নানকের সঙ্গে কর্তারপুরে গুরুদ্বার দরবার সাহিবের যোগসূত্র গড়তে ভারত ও পাকিস্তান, দুদেশই একটি করিডর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে পঞ্জাবের মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধু আজ লাহোরে বলেছেন, কর্তারপুর করিডর ভারত, পাকিস্তানের মধ্যে ‘শত্রুতা’ ঘুচিয়ে শান্তির পথ সুগম করবে, ফের দ্বিপাক্ষিক ক্রিকেটের সূচনা সহ অন্তহীন সম্ভাবনার দরজা খুলে দেবে দুই প্রতিবেশীর সামনে। লাহোর থেকে প্রায় ১২০ কিমি দূরে নারোয়ালে কর্তারপুর করিডরের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে সামিল হতে এসেছেন তিনি। ভিত্তিস্থাপন হবে পাক প্রধানমন্ত্রীর হাতে। সিধু ইমরানকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এতে দুদেশের শান্তি ফিরবে। তিন মাস আগে ইমরান যে বীজ বপন করেন, তা আজ বৃক্ষ হয়ে উঠেছে।
ইসলামাবাদে সার্ক সম্মেলনে মোদীকে আমন্ত্রণ জানাচ্ছে পাকিস্তান, ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে, সম্পর্ক দ্রুত স্বাভাবিক হতে পারে না, বললেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র
Web Desk, ABP Ananda
Updated at:
27 Nov 2018 07:04 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -