বেজিং: চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে দু’দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ মাসের ২৭ ও ২৮ তারিখ তিনি চিনের উহানে থাকবেন। এই সফরে চিনা প্রেসিডেন্টের সঙ্গে ঘরোয়া বৈঠক করবেন মোদী। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে চতুর্থবার চিনে যাচ্ছেন।



আজ চিন সফররত ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘দু’দেশের রাষ্ট্রপ্রধানের এই ঘরোয়া বৈঠক যাতে সফল হয় এবং ভারত-চিন সম্পর্কের ক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে, সেটা আমরা নিশ্চিত করব। ভারত-চিন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন জিনপিং ও মোদী।’



সুষমা বলেছেন, ‘এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুই রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।’