গুয়াংঝাউ: রাষ্ট্রসংঘের পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে (এনএসজি) ভারতের সদস্যপদ আটকানো, মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী ঘোষণায় বাধা দেওয়া নিয়ে ভারত-চিন কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই চার দিনের চিন সফরে গেলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

 

রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম চিন সফরে গেলেন প্রণব। গুয়াংঝাউতে এক বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার পর বৃহস্পতিবার বেজিং যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখানে তিনি চিনের রাষ্ট্রপতি শি জিনপিং, প্রধানমন্ত্রী লি খ্যচিয়াং, ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝ্যাং দেজিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন।

 

এই বৈঠকে অবধারিতভাবেই জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর প্রধান আজহার এবং এনএসজি ইস্যু উঠে আসবে বলে মনে করছে কূটনৈতিক মহল। পাকিস্তান প্রসঙ্গ এবং ভারত-চিন সীমান্ত বিরোধ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

চিনে যাওয়ার আগে প্রণব বলেছেন, তিনি চান দু দেশের সম্মতিতে সীমান্ত সমস্যার ন্যায্য ও যুক্তিসঙ্গত সমাধান হোক। ভারত-চিন সম্পর্কের উন্নতির উপরেও জোর দিতে চান রাষ্ট্রপতি।