সন্তানসম্ভবা মেগান মার্কেল, আগামী বছর ব্রিটিশ রাজপরিবারে আসতে পারে নতুন সদস্য
Web Desk, ABP Ananda | 15 Oct 2018 09:40 PM (IST)
ফাইল ছবি
লন্ডন: ব্রিটিশ রাজপরিবারের নববধূ মেগান মার্কেল সন্তানসম্ভবা। কেনসিংট প্যালেসের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। আগামী বছরের গোড়ায় বাবা হতে পারেন রাজকুমার হ্যারি। এই খবরে রানি দ্বিতীয় এলিজাবেথ খুব খুশি বলেও জানিয়েছে কেনসিংটন প্যালেস। এ বছরের মে-তে ডিউক অফ সাসেক্স হ্যারির সঙ্গে বিয়ে হয়েছে অভিনেত্রী মেগানের। বিয়ের কয়েক মাসের মধ্যেই এল সুখবর। কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ডিউক ও ডাচেস অফ সাসেক্স আনন্দের সঙ্গে ঘোষণা করছেন, ২০১৯-এর বসন্তে ডাচেস অফ সাসেক্সের সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। মে-তে বিয়ের পর থেকে সারা বিশ্বের মানুষের কাছ থেকে যে সমর্থন পেয়েছেন, তাতে খুশি এই দম্পতি। সেই কারণেই তাঁরা সবার সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিচ্ছেন।’