লন্ডন: ভারত একটা সার্জিক্যাল স্ট্রাইক করলে পাল্টা দশটা সার্জিক্যাল স্ট্রাইক করবে পাকিস্তান। এমনই হুঁশিয়ারি দিলেন পাক সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজবার সঙ্গে লন্ডন সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারতকে এই হুঁশিয়ারি দিয়েছেন গফুর। তিনি আরও দাবি করেছেন, পাক সেনার ক্ষমতা নিয়ে কোনও দেশের সন্দেহ প্রকাশ করা উচিত নয়। যদি কোনও দেশ পাকিস্তানের উপর হামলা চালানোর চেষ্টা করে, তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে।
গফুর আরও বলেছেন, সেনাবাহিনী পাকিস্তানে গণতন্ত্র আরও শক্তিশালী করতে চায়। এ বছরের জুলাইয়ে পাকিস্তানের সাধারণ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ বলেও দাবি করেছেন তিনি। পাকিস্তানে সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা আছে বলেও দাবি গফুরের। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তাঁর পরামর্শ, পাকিস্তানে অনেক ভাল কাজ হচ্ছে। সেই খবর দেখানো উচিত।
ভারতের একটার পাল্টা দশটা সার্জিক্যাল স্ট্রাইক হবে, হুঁশিয়ারি পাক সেনার
Web Desk, ABP Ananda
Updated at:
14 Oct 2018 01:02 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -