হোয়াইট হাউস জানিয়েছে, ওয়াশিংটন দুদেশের সঙ্গেই কার্যকর সম্পর্ক চায়। ভারতের সঙ্গে তারা চায় কৌশলগত সম্পর্ক গড়তে। তারা জানে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভূমিকা ও প্রভাব বাড়ছে। এই প্রবণতা সমর্থন করে আমেরিকা। তাই তারা দুদেশের পারস্পরিক স্বার্থর প্রেক্ষিতে সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী।
উল্টোদিকে পাকিস্তানের সঙ্গেও আমেরিকা অর্থপূর্ণ সম্পর্কে আগ্রহী। তবে হ্যাঁ, অগ্রাধিকার অবশ্যই ভিন্ন, ভিন্ন সম্পর্কের ধরনও। আমেরিকা এটাও জানে, সম্পর্ক দৃঢ় করার সম্ভাবনা দু দেশের ক্ষেত্রে সমান নয়। ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করতে ওয়াশিংটন অত্যন্ত আগ্রহী। নাম না প্রকাশের শর্তে ওই আধিকারিক জানিয়েছেন এ কথা।
তিনি জানিয়েছেন, আমেরিকা এটাও চায়, যে ভারত-পাক সম্পর্ক স্বাভাবিক হোক। দুদেশের স্বার্থের জন্যই তা জরুরি। তা ছাড়া আঞ্চলিক এমনকী গোটা বিশ্বের স্বার্থও জড়িত এর সঙ্গে কারণ দুদেশই পারমাণবিক শক্তি ধরে। তাই আমেরিকা চায়, পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণ হালকা করতে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করুক ভারত-পাকিস্তান।
ভারতে উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা সামগ্রী বিক্রয়ের কোনও খারাপ প্রভাব পাকিস্তানের ওপর পড়বে না বলেও দাবি করেছেন তিনি।