নিউ ইয়র্ক: ‘কোয়ানটিকো’ তারকার মুখে সমালোচনা ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকায় আসা মুসলিম অভিবাসীদের নিষিদ্ধ করার ডাক দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবিরের প্রার্থী হওয়ার দৌড়ে তরতর করে এগতে থাকা ধনকুবেরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রিয়ঙ্কা চোপড়া। বলিউড থেকে হলিউডের যাত্রী হওয়া অভিনেত্রী বলেছেন, কাউকে নিষিদ্ধ করা যায় না, এটাই আমার স্পষ্ট মত। কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে তকমা দেগে দেওয়া ‘সত্যিই আদিম বন্য মানসিকতা’র প্রকাশ।


 



হলিউডে নিজের কেরিয়ারের ফুল ফোটাচ্ছেন প্রিয়ঙ্কা। সেজন্য ‘টাইম’ ম্যাগাজিনের ১০০ সবচেয়ে প্রভাবশালী মানুষের তালিকায় নাম উঠেছে তাঁর। সেই তালিকায় আছেন ট্রাম্পও। গতকাল রাতে এক ঝলমলে অনুষ্ঠানে হাজির ছিলেন দুজনেই।

প্রিয়ঙ্কার বক্তব্য, ঘরোয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা এতই জটিল হয়ে উঠেছে যে, সেই সন্ত্রাসবাদের কোনও মুখ হয় না।

ঘটনা হল, ট্রাম্পের বিরুদ্ধে প্রথম প্রিয়ঙ্কাই মুখ খোলেননি। তাঁর বিতর্কিত, অসন্তোষ তৈরি করা মন্তব্যের নিন্দা করেছেন জর্জ ক্লুনি, তাঁর স্ত্রী আমালের মতো খ্যাত মানুষরাও।