কাঠমান্ডু: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার প্রতিবাদে আজ নেপালের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হল। পারসা, মাজোত্তারি রূপংদেহি সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষোভ দেখান কয়েকশো মানুষ। তাঁরা জঙ্গি হামলার নিন্দা করে ভারতের পাশে থাকার বার্তা দেন।
গতকাল সন্ধেয় জঙ্গি হামলায় প্রাণ হারানো সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি মিছিল হয়। পাশাপাশি নেপালে ভারতীয় দূতাবাসের কর্মীরাও নিহত সিআরপিএফ জওয়ানদের পরিবারের জন্য একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতীয় দূতাবাসের এক কর্মী বলেছেন, ‘নিজেদের কর্তব্য পালন করার জন্য যে সেনা জওয়ানদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে, তাঁদের পরিবারের সদস্যদের জন্য আমরা একদিনের বেতন দান করার সিদ্ধান্ত নিয়েছি। ভারতীয় দূতাবাসের প্রায় ১০০ জন কর্মী এই সিদ্ধান্ত সমর্থন করেছেন। কারণ, আমাদের দৃঢ় বিশ্বাস, সন্ত্রাসবাদের পক্ষে কোনও যুক্তি থাকতে পারে না। আমরা ভারতীয় বন্ধুদের পাশে আছি।’
পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদে নেপালে বিক্ষোভ
Web Desk, ABP Ananda
Updated at:
23 Feb 2019 06:25 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -