মস্কো ও ইস্তানবুল: তুরস্কে রুশ রাষ্ট্রদূতের হত্যার পর দেশে ও বিদেশে নিরাপত্তা জোরদার করার ওপর জোর দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন দেশের গোয়েন্দা সংস্থাকে এই মর্মে নির্দেশ দেন তিনি।


তিনি বলেন, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রুশ কর্মীদের নিরাপত্তার বষয়টি নিশ্চিত করতে। রুশ রাষ্ট্রদূতদের নিরাপত্তায় জোর দেওয়ার লক্ষ্যে এদিন রুশ সংসদ ডুমার নিম্নকক্ষে একটি প্রস্তাব গৃহীত হয়।



গতকাল তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি চিত্র প্রদর্শনীতে গুলি করে হত্যা করা হয় সেদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভকে। ঘটনাকে ‘জঙ্গি হামলা’ বলে উল্লেখ করেছে মস্কো।


এদিকে, তুরস্কের বিদেশমন্ত্রী এদিন দাবি করেন, এই হামলার নেপথ্যে তুরস্কের ধর্মপ্রচারক ফেতুল্লাহ গুলেনের নেতৃত্বাধীন গোষ্ঠী দায়ী। অন্য একটি খবরে জানা গিয়েছে, তুরস্ক পুলিশের দাঙ্গা-বিরোধী স্কোয়াডের সদস্য ছিল মেভলুত। গত জুলাইয়ে অভ্যুত্থানের সময় তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়িপ এর্দোগানের নিরাপত্তার দায়িত্বে ছিল আততায়ী মেভলুত মার্ট আলতিন্তাস।