ম্যাকডিল বিমানঘাঁটি:  বিশ্বজুড়ে সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর অভিবাসন নীতির সমর্থনে সওয়াল করে বলেছেন, যাঁরা আমেরিকাকে ভালবাসেন, তাঁদের এখানে প্রবেশ অবাধ। সোমবার মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের সদর দফতরে প্রথমবারের জন্যে গিয়ে একথা জানান ট্রাম্প।

দেশের নিরাপত্তার স্বার্থে সম্প্রতি বিশ্বের সাতটি দেশের নাগরিকের মার্কিন মুলুকে প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। এই নিয়ে আদালতে আইনি লড়াইও শুরু হয়েছে। নিম্ন আদালত আপাতত ট্রাম্পের এই নির্দেশিকার ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে। ন্যাটোর সমর্থনে মার্কিন সেনাবাহিনীর সামনে সওয়ালও করেছেন ট্রাম্প। এরপরই ট্রাম্প বলেন, তিনি তাঁর অভিবাসন নীতি তাঁদের জন্যে শিথিল করতে চান যাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভালবাসেন। কিন্তু যাঁরা এদেশের বিরুদ্ধাচারণ করবেন তাঁদের এখান থেকে দূরে রাখতে হবে।

এদেশে এবার থেকে স্বাধীনতা, নিরাপত্তা এবং নিরপেক্ষ বিচারব্যবস্থা বিরাজ করবে। মৌলবাদী কট্টরপন্থী জঙ্গি সংগঠনকে ধ্বংস করতে তিনি বদ্ধপরিকর। এদের মার্কিন মুলুকে ঘাঁটি গাড়তে কোনও ভাবেই দেবেন না, প্রতিশ্রুতি ট্রাম্পের।