লন্ডন: প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি (Queen Elizabeth Dies)। এ ছাডা়ও করোনায় আক্রান্ত হন গত বছর। ছিল কোমর্বিডিটিও। তিনি অসুস্থ বলে কয়েক ঘণ্টা আগেই ঘোষণা কের বাকিংহাম প্যালেস (Buckingham Palace)। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে বিশ্রাম করছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানানো হয়। তার পরি জানা গেল, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক রানি দ্বিতীয় এলিজাবেথ (Britain News)।
প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ
সন্ধে সাডে় ৬টায় বালমোরাল প্রাসাদে রানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গিয়েছে। বাকিংহাম প্যালেসের মুখপাত্র বলেন, ‘‘আজ বিকেলে বালমোরাল প্রাসাদে শান্তিতে চোখ বুজেছেন রানি। আগামী কাল লন্ডনে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ।’’ রানির মৃত্যুতে কমনওয়েল্থ দেশগুিলতে ১০ দিনের শোক পালিত হবে বলে জানা গিয়েছে।
পারিবারিক টানাপোড়েনেও হাসিমুখে বাকিংহাম প্যালেসের বারান্দায় এতদিন নিয়মিত দেখা দিতেন রানি। কিন্তু তিনি অসুস্থ বলে জানা যায় এ দিনই। এতটাই অসুস্থ তিনি যে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে সম্পূ্র্ণ বিশ্রামে রয়েছেন, বাকিংহাম প্যালেসের (Buckingham Palace) বদলে সেখানেই ডেকে পাঠিয়েছেন দেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে, বলে জানানো হয় প্রাসাদের তরফে। সেখানে রানি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে বিবৃতি দেয় তারা।
এ দিন যদিও রানির অসুস্থতা নিয়ে বিশদ তথ্য প্রকাশ করেনি বাকিংহাম প্যালেস। তবে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, রানিকে হাসপাতালে ভর্তি না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বালমোরাল প্রাসাদেই বিশ্রাম নিতে বলা হয়েছে তাঁকে। সেখানে সারাক্ষণ তাঁকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাঁর একাধিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
এ বছরই রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকাল ৭০ বছর পূর্ণ করেছে। ব্রিটিনের ইতিহাসে দীর্ঘমেয়াদি রাজত্ব তাঁরই। কিন্তু তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা ছিলই। এর আগে করোনায় আক্রান্ত হন রানি। কো-মর্বিডিটিও ছিল তাঁর। তার জেরে গত বছরের শেষ থেকেই তাঁর শরীর ভাল যাচ্ছে না বলে শোনা যাচ্ছিল। যে কারণে তাঁর বেশির ভাগ কাজকর্ম সামলাচ্ছিলেন ছেলে প্রিন্স চার্লস, নাতি প্রিন্স উইলিয়াম এবং রাজ পরিবারের অন্য সদস্যরা। এ দিন সকাল থেকেই বালমোরালে ভিড় করতে থাকেন পরিবার পরিজনরা।
এর আগে, টানা ৪৭ দিন পর মঙ্গলবারই ক্যামেরার সামনে হাজির হন রানি। লাঠির উপর ভর করে চলতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময়ই তাঁকে দুর্বল দেখাচ্ছিল বলে জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম। তবে নতুন কোনও রোগ নয়, বার্ধক্যজনিত অসুস্থতায় রানি কাহিল হয়ে পড়েছেন বলে বাকিংহাম প্যালেস সূত্রে জানা গিয়েছে।
গত বছরই স্বামী প্রিন্স ফিলিপকে হারান রানি
গত বছর এপ্রিলেই স্বামী প্রিন্স ফিলিপকে হারান রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ ৭৩ বছরের তাঁদের দাম্পত্য জীবনে ইতি পড়ে। ১০০ বছর বয়স পূর্ণ হতে দু’মাস বাকি ছিল তাঁর।