লন্ডন: টানা ৭০ বছর ব্রিটেনের সিংহাসনে তিনি। বয়স ৯৬ হলেও, এখনও প্রশাসনিক সবকিছু নখদর্পণে তাঁর। পারিবারিক টানাপোড়েনেও হাসিমুখে বাকিংহাম প্যালেসের বারান্দায় নিয়মিত দেখা দেন।  ব্রিটেনের সেই রানি দ্বিতীয় এলিজাবেথেরই (Queen Elizabeth Health Update) এ বার স্বাস্থ্যের অবনতি হল। এতটাই অসুস্থ তিনি যে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে সম্পূ্র্ণ বিশ্রামে রয়েছেন। বাকিংহাম প্যালেসের (Buckingham Palace) বদলে সেখানেই ডেকে পাঠিয়েছেন দেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে। রানি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। 


অসুস্থ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ


রানির অসুস্থতা নিয়ে বিশদ তথ্য প্রকাশ করেনি বাকিংহাম প্যালেস। তবে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, রানিকে হাসপাতালে ভর্তি না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বালমোরাল প্রাসাদেই বিশ্রাম নিতে বলা হয়েছে তাঁকে। সেখানে সারাক্ষণ তাঁকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাঁর একাধিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ বছরই রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকাল ৭০ বছর পূর্ণ করেছে। ব্রিটিনের ইতিহাসে দীর্ঘমেয়াদি রাজত্ব তাঁরই। কিন্তু তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছে গোটা দেশ।


এর আগে করোনায় আক্রান্ত হন রানি। কো-মর্বিডিটিও ছিল তাঁর। তার জেরে গত বছরের শেষ থেকেই তাঁর শরীর ভাল যাচ্ছে না বলে শোনা যাচ্ছিল। যে কারণে তাঁর বেশির ভাগ কাজকর্ম সামলাচ্ছিলেন ছেলে প্রিন্স চার্লস, নাতি প্রিন্স উইলিয়াম এবং রাজ পরিবারের অন্য সদস্যরা। রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী লিজও। 


আরও পড়ুন: Queen Elizabeth Health: দীর্ঘ ৭০ বছরের রাজত্বকাল, অসুস্থ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, রয়েছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে


এর আগে, টানা ৪৭ দিন পর মঙ্গলবারই ক্যামেরার সামনে হাজির হন রানি। লাঠির উপর ভর করে চলতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময়ই তাঁকে দুর্বল দেখাচ্ছিল বলে জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম। তবে নতুন কোনও রোগ নয়, বার্ধক্যজনিত অসুস্থতায় রানি কাহিল হয়ে পড়েছেন বলে বাকিংহাম প্যালেস সূত্রে জানা গিয়েছে।


গত বছরই স্বামী প্রিন্স ফিলিপকে হারান রানি


গত বছর এপ্রিলেই স্বামী প্রিন্স ফিলিপকে হারান রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ ৭৩ বছরের তাঁদের দাম্পত্য জীবনে ইতি পড়ে। ১০০ বছর বয়স পূর্ণ হতে দু’মাস বাকি ছিল তাঁর।