অস্ট্রিয়ায় মাত্র ১৪ ঘণ্টায় প্রচণ্ড পরিশ্রমসাধ্য আয়রনম্যান ট্রায়াথলন শেষ করলেন সেনার এই মেজর জেনারেল
ABP Ananda, Web Desk | 05 Jul 2018 01:45 PM (IST)
নয়াদিল্লি: ৩.৮ কিলোমিটার সাঁতার। তারপর ১৮০ কিলোমিটার সাইক্লিং, শেষে ৪.২ কিলোমিটার দৌড়। খেলার নাম আয়রনম্যান ট্রায়াথলন। মারাত্মক পরিশ্রমসাধ্য এই ট্রায়াথলন সফলভাবে শেষ করেছেন ভারতীয় সেনার মেজর জেনারেল ভি ডি ডোগরা। সময় নিয়েছেন মাত্র ১৪ ঘণ্টা। আন্তর্জাতিক এই আয়রনম্যান ট্রায়াথলন প্রতিযোগিতা হয় ১ তারিখ, অস্ট্রিয়ায়। যোগ দেন ৫০টি দেশের ২৮৫০ জন প্রতিযোগী। ১ দিনের মধ্যে শেষ করার নিয়ম থাকা এই ক্রীড়াকে গণ্য করা হয় বিশ্বের কঠিনতম খেলা হিসেবে। গোটা ট্রায়াথলন শেষ করতে তিনি সময় নিয়েছেন ১৪ ঘণ্টা ২১ মিনিট। প্রথম কর্মরত ভারতীয় সেনা অফিসার হিসেবে মেজর জেনারেল ডোগরা এই খেলায় সফলভাবে অংশ নিয়েছেন, তিনিই গোটা বিশ্বের একমাত্র জেনারেল ট্রায়াথলনে অংশ নেন যিনি। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী টুইট করে অভিনন্দন জানিয়েছেন তাঁকে। রাহুল লিখেছেন, এই সেনা অফিসার সমস্ত ভারতীয়েরই রোল মডেল ও আদর্শ।