নয়াদিল্লি: আজকাল বিভিন্ন ধরনের স্মার্টফোন বাজারে আসছে। এই ফোনগুলিতে নতুন নতুন ফিচার রয়েছে। এরফলে ফোনগুলি হাইটেক হয়ে উঠেছে। বিভিন্ন অত্যাধুনিক স্মার্টফোন অত্যন্ত দামী। হাত থেকে কোনও কারণে পড়ে গেলে ফোনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এ ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য কিন্তু ফোনগুলিতে সে রকম কোনও ফিচার্স নেই। আর এর উপায় বের করলেন জার্মানির এক ছাত্র। এর মাধ্যমে ফোনকে সুরক্ষিত রাখা যায়। ফিলিপ ফ্রেনজেল এমনই একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এটি আসলে মোবাইল এয়ার ব্যাগ। ফোনটি মাটিতে পড়ার উপক্রম হলেই ওই এয়ারব্যাগ আন্দাজ করতে পারে। এরফলে পড়ে গেলেও ফোনটিকে আঘাত থেকে রক্ষা করবে।
জার্মানির ওলন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ফ্রেনজেল এই মোবাইল এয়ারব্যাগের জন্য জার্মান মেকাট্রনিক্স সোসাইটি থেকে পুরস্কারও পেয়েছেন।
কিছুদিনের মধ্যেই কিকস্টার্টারের মাধ্যমে এই এয়ারব্যাগ লঞ্চ করা হতে পারে।
এই এয়ারব্যাগ এক বিশেষ নকশায় তৈরি করা হয়েছে, যা মোবাইল ফোনকে পড়ে গিয়ে ভেঙে যাওয়া থেকে রক্ষা করবে।