ঢাকা:  তিনদিনের সফরে শুক্রবার বাংলাদেশ উড়ে গিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে গিয়ে তাঁর সন্ত্রাসদমন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হয়েছে। মূলত, দুটি প্রতিবেশী রাষ্ট্রের জন্যে যে বিষয়গুলি ইদানিংকালে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেইসমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে দুপক্ষের।

 

রাজনাথের কথায় বৈঠক ফলপ্রসূ হয়েছে। তিনি মনে করেন প্রতিটি দেশ, সেখানকার রাষ্ট্রনেতারা যদি হাত মিলিয়ে কাজ করেন, তাহলে খুব শিগগিরই সন্ত্রাসকে সমূলে বিনষ্ট করা সম্ভব। এর আগেও ভারত এবং বাংলাদেশ একাধিক সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলেছে, আগামী দিনেও আলোচনার মাধ্যমেই সমস্যা মেটাবে ভারত-বাংলাদেশ আশা রাজনাথের।