করাচি: অজ্ঞাতপরিচয় আততায়ীদের গুলিতে প্রাণ হারালেন পাকিস্তানের সুবিখ্যাত কাওয়ালি গায়ক আমজাদ সাবরি। আজ করাচির লিয়াকতবাগ ১০ এলাকায় গাড়িতে যাওয়ার সময় তিনি আক্রান্ত হন।গাড়িতে তিনি ও তাঁর এক সঙ্গী ছিলেন। মোটর সাইকেল চড়ে এসে কয়েকজন বন্দুকবাজ ৪৫ বছরের শিল্পী ও তাঁর সঙ্গীকে লক্ষ্য করে চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁদের সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিত্সকরা সাবরি ও তাঁর সঙ্গীকে মৃত ঘোষণা করে। পুলিশ সূত্রে এ কথা জানানো হয়েছে।তাঁদের বুকে ও মাথায় গুলি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, সাবরিকে লক্ষ্য করে তিনটি গুলি চালানো হয়। একটি গুলি লাগে তাঁর কানে, অন্য দুটি মাথায়।
সমগ্র উপমহাদেশে সুপ্রসিদ্ধ কাওয়ালি শিল্পী গুলাম ফারিজ সাবরির ছেলে আমজাদ সাবরি। সুফি শিল্পকলা ও গানে অবদানের জন্যই তাঁদের পরিবার সুপরিচিত।
আমজাদ সাবরির কয়েকটি বিখ্যাত কাওয়ালির মধ্যে রয়েছে ‘ভর দো ঝোলি মেরি’, ‘তজদার-ই-হারাম’ এবং ‘মেরা কোই নেহি হ্যায় তেরে শিওয়া’।
কাওয়ালির সুরে আমজাদ সাবরি মাতিয়েছেন সমগ্র ইউরোপকেও। আধুনিক গায়কির জন্য তিনি কাওয়ালির ‘রকস্টার’ হিসেবেও পরিচিত ছিলেন।
উল্লেখ্য, কয়েকদিন আগেই সিন্ধ হাইকোর্টের প্রধান বিচারপতির ছেলেকে অপহরণ করা হয়েছে। এর পরেই আমজাদ সাবরির হত্যাকাণ্ড পাকিস্তানের বন্দর শহরের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন তুলে দিল। বিরোধী দলগুলি সরকারের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ এনেছে।