ইসলামাবাদ: পাকিস্তানের কটাক্ষ আমেরিকাকে। এলিট পরমাণু সরবরাহকারী গোষ্ঠী(এনএসজি) তে ভারতের সদস্যপদের দাবি সমর্থন করায় পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির জাঞ্জুয়া বললেন, চিনকে ঠেকাতে, রাশিয়ার পুনরুত্থান আটকাতে আমেরিকার বৃহত্তর ছকের অংশ এটা!
এনএসজি-তে যাতে ভারত ঢুকতে পারে, সেজন্য চেষ্টা করছে আমেরিকা। কিন্তু জাঞ্জুয়া বলছেন, ‘আন্তর্জাতিক ক্ষমতার রাজনীতির যে চলতি প্রবণতা’, তার প্রেক্ষাপটেই আমেরিকার এই প্রয়াসকে বিচার করতে হবে। পাক সংবাদপত্র দি এক্সপ্রেস ট্রিবিউন-এর খবর, জাঞ্জুয়া চলতি বিশ্বের ক্ষমতার রাজনীতির প্রবণতাগুলির মধ্যে মুসলিম দুনিয়াকে নিয়ন্ত্রণে রাখাও রয়েছে, বলেছেন। তবে সংবাদপত্রটি বলেছে, এটা অবাক করার মতো ব্যাপার যে, এমন গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে একজন শীর্ষ পাক প্রশাসক এমন কথা বললেন। এটা অভাবিত।
জাঞ্জুয়া এও বলেছেন, শেষ পর্যন্ত আমেরিকার পলিসির ফলে কিন্তু চিনের আরও কাছাকাছি চলে যাবে পাকিস্তান।
পাক সংবাদপত্রটি বলেছে, পাকিস্তান হতাশ। আমেরিকা তাদের এনএসজি-তে ঢোকার দাবির পাশে না থেকে ভারতকে সদস্য করচে উঠেপড়ে লেগেছে দেখে পাকিস্তান ক্ষুব্ধ। গত মাসেই পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এনএসজি-র সদস্যপদের দাবি পেশ করেছে।