রিয়াধ: সৌদির শাসক আল সৌদ পরিবারের এক যুবরাজকে বেতের বাড়ি! কয়েক সপ্তাহ আগে, গত ১৮ অক্টোবর সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রক ঘোষণা করে, প্রিন্স তুর্কি বিন সৌদ বিন তুর্কি বিন সৌদ আল-কবীরকে রিয়াধে কোতল করা হয়েছে। তিনি ভিড়ের মধ্যে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছিলেন। কথাকাটাকাটি হওয়ার পর আদেল আল-মহম্মদ নামে ওই ব্যক্তিকে গুলি করে মেরে ফেলার কথা কবুলও করেন তিনি।
দৈনিক সংবাদপত্র ‘ওকাজ’ বুধবার এক প্রতিবেদনে জানায়, লোহিত সাগর সংলগ্ন জেড্ডা শহরের জেলে বেত্রাঘাত করা হয়েছে আরেক যুবরাজকে। শারীরিক ভাবে তিনি সুস্থ আছেন কিনা, পরীক্ষা করে দেখা হয়। তারপর বেতের ঘা মারার সাজা কার্যকর করেন জনৈক পুলিশকর্মী।
আদালতের নির্দেশেই এই সাজা পেয়েছেন তিনি। তবে তাঁর অপরাধটা ঠিক কী, জানানো হয়নি। এমনকী আল সৌদ পরিবারের সদস্য, ওই প্রিন্সের নামও প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগী সৌদি আরব ওয়াহাবি সুন্নি মতাদর্শ চালু রয়েছে। ইসলামের জন্মভূমি দেশটিতে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে মৌলবিরা।
সৌদির সোস্যাল মিডিয়া অবশ্য আগের যুবরাজকে খতম করার পদক্ষেপকে দেখিয়ে দাবি করেছিল, ইসলামি আইনের সকলেই সমান, এ থেকে এটাই প্রমাণ হয়।
সৌদি যুবরাজকে বেত্রাঘাত!
web desk, ABP Ananda
Updated at:
02 Nov 2016 09:12 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -