বেজিং: মাত্র ১২ ইয়ান (ভারতীয় মুদ্রায় ১,২০০ টাকা) দিয়ে এক মাস ধরে যত খুশি খাওয়া যাবে। গ্রাহকদের জন্য এমনই আকর্ষণীয় অফার দিয়েছিল চিনের একটি রেস্তোরাঁ। যাঁরা ১২ ইয়ান করে দিয়েছিলেন, তাঁদের একটি করে সদস্য কার্ড দেওয়া হয়েছিল। কিন্তু সেই কার্ডে কোনও ছবি দেওয়া ছিল না। ফলে একজন গ্রাহক দিনে কতবার খেতে আসছেন, সেটা বোঝার কোনও উপায় ছিল না। এরই সুযোগ নিয়ে গ্রাহকরা পরিবারের লোকজন, বন্ধুদের সেই কার্ড দেন। তাঁরাও মনের আনন্দে ওই রেস্তোরাঁয় গিয়ে খেতে শুরু করেন। অবস্থা এমনই দাঁড়ায়, ১১ দিন পরে রেস্তোরাঁটি বন্ধ হয়ে গেল।


ওই রেস্তোরাঁর মালিক সু ঝি জানিয়েছেন, ‘১ জুন থেকে ১২ ইয়ানে যত খুশি খাওয়া শুরু হয়। সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকত রেস্তোরাঁ। কিন্তু গ্রাহকদের প্রতারণার ফলে ১২ তারিখই রেস্তোরাঁ বন্ধ করে দিতে হল। আমি জানতাম এই অফারের ফলে কিছুটা ক্ষতি হবে। কিন্তু পরিস্থিতি যে এভাবে হাতের বাইরে চলে যাবে, সেটা ভাবতে পারিনি। সবসময়ই রেস্তোরাঁর বাইরে ভিড় লেগে থাকত। অনেকে আবার খাবার প্যাক করিয়ে নিয়ে চলে যেতেন। এই অবস্থা চলতে থাকায় আমি রেস্তোরাঁ বন্ধ করে দিতে বাধ্য হলাম।’