স্টকহোম: ২০১৭ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতলেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড থেলার। এদিন সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর সচিব গোরান হ্যানসেন জানান, অর্থনীতির মনস্তত্ত্বকে ব্যাখ্যা করার জন্য অধ্যাপক থেলার এই পুরস্কার জিতলেন। পুরস্কারের মূল্য ১.১ মিলিয়ন মার্কিন ডলার।


নোবেল কমিটি জানিয়েছে, থেলার ব্যাখ্যা করেছেন, কীভাবে মানুষের বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য ব্যক্তি ও বাজারের ফল প্রভাবিত হয়। ৭২ বছরের থেলার বিহেভিয়ারাল ইকনমিক্সের একজন পথিকৃৎ বলেই পরিচিত।


অর্থনীতির সিদ্ধান্তগ্রহণে কীভাবে মনস্তাত্ত্বিক গবেষণাকে কাজে লাগানো যায়, এই বিষয়টি বিশ্লষণ করে বিহেভিয়ারাল ইকনমিক্স। অর্থাৎ, অর্থনৈতিক সিদ্ধান্তগ্রহণের সময় মানুষ কী ভাবে তার বিশ্লেষণ করে এই বিশেষ ক্ষেত্র।