Russia-Ukraine Conflict Live Updates 11 March: কিভ থেকে দূতাবাসের কর্মীদের সরাচ্ছে তুরস্ক

Russia-Ukraine Conflict Live Updates 11 March: প্রায় দু’সপ্তাহ আগে চোরনোবিল দখল করে রুশ সেনা। ইচ্ছাকৃত ভাবেই তারা চেরনোবিলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ ইউক্রেনের।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 11 Mar 2022 10:37 PM
Russia-Ukraine War Live Updates: কিভ থেকে দূতাবাসের কর্মীদের সরাচ্ছে তুরস্ক

কিভ থেকে দূতাবাসের কর্মীদের সরিয়ে নিল তুরস্ক। তুরস্কের বিদেশমন্ত্রক শুক্রবার এ কথা জানিয়েছে। তিনি বলেছেন, দূতাবাসের কর্মীরা নিরাপত্তাজনিত কারণে রোমানিয়ার সীমান্তবর্তী চেরনিভস্তিতে সরে যাবেন। 

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ার ক্রিমিয়া দখলের সময় সরব হওয়া উচিত ছিল বিশ্বের, বললেন তুরস্কের প্রেসিডেন্ট


তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরডোগান বলেছেন, ২০১৪-তে রাশিয়ার ক্রিমিয়া দখলের সময় সারা বিশ্ব প্রতিবাদে সরব হলে ইউক্রেনে যুদ্ধ এড়ানো যেতে পারত। 

Russia-Ukraine War Live Updates: রাশিয়ার বিরুদ্ধে বাণিজ্যক্ষেত্রে আরও কড়া পদক্ষেপের কথা জানালেন বাইডেন


রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার ট্রেড স্ট্যাটাস কমানো হবে বলে জানিয়েছেন। একইসঙ্গে রুশ মদ, সামুদ্রিক খাদ্য, হিরের আমদানিতে নিষেধাজ্ঞার কথাও জানিয়েছেন বাইডেন।

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ার বিরুদ্ধে আরও ব্যাপক ও কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ফ্রান্সের

ইউক্রেন আক্রমণের প্রতিবাদে রাশিয়ার বিরুদ্ধে চাপ আরও বাড়াল ফ্রান্স। রাশিয়ার বিরুদ্ধে আরও ব্যাপক ও কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাকরঁ।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে রুশ আক্রমণকে কোনওভাবে জোটের সঙ্গে রাশিয়ার যুদ্ধে গড়াতে দেওয়া যাবে না, বললেন ন্যাটো প্রধান

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে রুশ আক্রমণের জেরে কোনওভাবে জোটের সঙ্গে রাশিয়ার যুদ্ধে গড়াতে দেওয়া যাবে না। 

Russia-Ukraine Conflict Live Updates: রুশদের বিরুদ্ধে হিংসাত্মক বার্তায় বিধি শিথিল, মেটা-র বিরুদ্ধে ফৌজদারি মামলা রাশিয়ার

রুশদের মৃত্যু চেয়ে  পোস্টকে বৈধতা দেওয়ার অভিয়োগে রাশিয়া মেটার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করছে। রাশিয়া এ কথা জানিয়েছে, এমনই খবর সংবাদসংস্থার। রাশিয়া বলেছেন, রুশ সেনা ও নেতাদের সম্পর্কে হিংসাত্মক মেসেজের ক্ষেত্রে বিধি শিথিল করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল মালিক কোম্পানি মেটা।

Russia-Ukraine War Live Updates: পুতিনের সঙ্গে টেলিফোনে কথার আগে জেলেনস্কির সঙ্গে আলোচনা ফিনল্যান্ডের প্রেসিডেন্টের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিইনিস্তো। তার আগে সাউলি ইউক্রেনের প্রেসিডেন্টে ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বললেন।

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ার আক্রমণের পর থেকে ৭৮ জন শিশুর প্রাণহানি হয়েছে, বলল ইউক্রেন

ইউক্রেন বলছে, রাশিয়ার আক্রমণের পর থেকে ৭৮ জন শিশুর প্রাণহানি হয়েছে। ইউক্রেনের মানবাধিকার ওম্বাডসইউমেন লিউডমিলা ডেনিসোভা বলেছেন, দক্ষিণের শহর মারিউপুল ও পূর্বাঞ্চলের শহর  ভোলনোভাখা ও ইরপিন শহর কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা সঠিকভাবে জানাতে পারেনি। 

Russia-Ukraine War Live Updates: রাশিয়ায় পাঠরত ভারতীয় পড়ুয়াদের জন্য নির্দেশিকা ভারতীয় দূতাবাসের

রাশিয়ার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সে দেশে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কোনও কারণ দেখা যাচ্ছে না, যার জন্য রাশিয়া ছাড়তে হয়।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনের সঙ্গে মস্কোর আলোচনায় কিছু অগ্রগতি দেখা গিয়েছে,বললেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন , ইউক্রেনের সঙ্গে মস্কোর আলোচনায় কিছু অগ্রগতি দেখা গিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তিনি বলেছেন, দুই দেশের আলোচনায় কিছু ইতিবাচক বদল ঘটেছে। আমাদের আলোচনাকারীরা এ কথা আমাকে জানিয়েছেন। বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন পুতিন। সেইসঙ্গে জানিয়েছেন, দৈনিক ভিত্তিতে আলোচনা চলবে। 

Russia-Ukraine War Live Updates: পূর্ব ইউরোপে ইউক্রেনীয় শরণার্থীদের সহায়তার ক্ষেত্রে ব্যাঘাতের ইঙ্গিত

 পূর্ব ইউরোপে স্বেচ্ছাসেবী পরিচালিত ইউক্রেনীয় শরণার্থীদের জন্য সহায়তা সংক্রান্ত প্রচেষ্টায় ব্যাঘাতের সঙ্কেত। কারণ, কয়েকটি শহরে আশ্রয় শিবিরের অভাব দেখা দিয়েছে। ইতিমধ্যেই শরণার্থী সংখ্য়া ২৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। শরণার্থীদের ঢল এখনও অব্যাহত। পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া, হাঙ্গেরির মতো দেশগুলিতে ত্রাণের কর্মসূচি স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সহায়তায় প্রধানত কাঁধে তুলে নিয়েছিলেন স্থানীয় মানুষরা।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন থেকে শরণার্থীদের প্রবেশের পর মলডোভাকে আরও আর্থিক সহায়তার আশ্বাস আইএমএফের

মলডোভাকে আরও বেশি আর্থিক সহায়তা দিতে রাজি আইএমএফ। ইউক্রেন থেকে শরণার্থী দেশে চলে আসায় মলডোভা তাদের বর্তমান প্রকল্পগুলির সংশোধন করার কথা বলেছিল। এরপর আইএমএফ তাদের আরও আর্থিক সহায়তা করতে রাজি হয়েছে।

Russia-Ukraine War Live Updates: বিদেশী কোম্পানিগুলির সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে রাশিয়াকে হুঁশিয়ারি আমেরিকার

আমেরিকা সহ অন্যান্য দেশের কোম্পানিগুলির সম্পত্তি বাজেয়াপ্ত করার পদক্ষেপ সম্পর্কে রাশিয়াকে সতর্ক করে দিল হোয়াইট হাউস। রাশিয়ার ইউক্রেন আক্রমণের সিদ্ধান্তের প্রতিবাদে অনেক কোম্পানি রাশিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বা সেখানে ব্যবসা বন্ধ করে দিয়েছে। হোয়াইট হাউস ১৯১৭-র সময়ের কথা মনে করিয়ে দিয়ে বলেছে, এমন কোনও সিদ্ধান্ত নিল রাশিয়াকে কয়েক দশক ধরে লগ্নিকারীদের অবিশ্বাসের মুখে পড়তে হবে এবং আইনি দাবিদাওয়ারও মুখে পড়তে হবে।

Russia-Ukraine Conflict Live Updates: 'রাশিয়ার আক্রমণ নৃশংস', হাসাপাতালের ধ্বংসাবশেষের ভিডিও শেয়ার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি ক্রমশই ঘোরাল হচ্ছে। এরইমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ট্যুইটারে একটি হাসপাতালের ধ্বংসাবশেষের ভিডিও শেয়ার করেছেন। রাশিয়ার আক্রমণকে নৃশংসতা বলেও উল্লেখ করেছেন তিনি।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে স্বেচ্ছা-সৈন্য পাঠানোর পরিকল্পনা পুতিনের

যুদ্ধ সমাপ্তির লক্ষণ নেই। ইউক্রেনে স্বেচ্ছা-সৈনিক পাঠানোর পরিকল্পনা করচেন ভ্রাদিমির পুতিন।


Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়া থেকে জার্মানি, স্লোভাকিয়ায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত

আমেরিকা নিষেধাজ্ঞা চাপালেও প্রাকৃতিক গ্যাস সরবরাহ চালিয়ে যাচ্ছে রাশিয়া। নর্ড স্ট্রিং ১ এবং পোল্যান্ড দিয়ে পাইপলাইনে গ্যাস পৌঁছে যাচ্ছে জার্মানিতে। ইউক্রেনের মধ্য দিয়ে পাইপলাইনে গ্যাস পৌঁছে যাচ্ছে স্লোভাকিয়ায়।

Russia-Ukraine War Live Updates: মারিউপোলে মানব করিডর গড়ে উদ্ধারকার্য সম্পূর্ণ করায় আশাবাদী ইউক্রেন

মারিউপুলে অসম্পূর্ণ উদ্ধারকার্য। খুলে দেওয়া হোক মানব করিডর। আর্জি ইউক্রেনের। চলতি সপ্তাহে বার বার উদ্ধারকার্য ব্যাহত হয়েছে বলে অভিযোগ ডেপুটি প্রধানমন্ত্রী ইরিয়ানা ভেরেশ্চুকের।

Russia-Ukraine Conflict Live Updates: শরণার্থী সঙ্কট সামাল দিতে রোমানিয়া যাচ্ছেন কমলা হ্যারিস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শরণার্থী সঙ্কট। পরিস্থিতি সামাল দিতে এ বার আসরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। রোমানিয়া রওনা দিচ্ছেন তিনি.

Russia-Ukraine War Live Updates: নিপ্রোয় লোকালয়ে আছড়ে পড়ল গোলা, মৃত ১

নিপ্রোয় লোকালয়ে রুাশিয়ার গোলা আছড়ে পড়েছে বলে অভিযোগ। মৃত ১। জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, রুশ সেনার ছোড়া গোলা সরাসরি এসে আছড়ে পড়ে লোকালয়ে।


 

Russia-Ukraine Conflict Live Updates: আলোচনাই একমাত্র পথ, রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে মন্তব্য চিনের প্রধানমন্ত্রীর

রাশিয়া এবং ইউক্রেন নিয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রাখল চিন। চিনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং জানিয়েছেন, পরিস্থিতি অবশ্যই উদ্বেগজনক। কিন্তু আলোচনার মাধ্যমেই সমাধানসূত্র বার করতে হবে দু’পক্ষকে।

Russia-Ukraine War Live Updates: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য ১৪০০ কোটি ডলার সহায্য বরাদ্দ আমেরিকার

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য বরাদ্দ ১৪০০ কোটি ডলার। মার্কিন কংগ্রেসের অনুমোদন পেল বিল। মানবিক এবং সামরিক সাহায্য হিসেবে ওই অর্থ তুলে দেওয়া হবে কিভের হাতে।


 

Russia-Ukraine Conflict Live Updates: সন্ত্রাসী আচরণ করছে ফেসবুক, দাবি রাশিয়ার

সন্ত্রাসী আচরণ করছে ফেসবুক। অভিযোগ রাশিয়ার। আগ্রাসনের জবাবে গ্রাহকদের মতামতে ছাড়পত্র দিয়ছে জুকারবার্গের সংস্থা। তার বিরুদ্ধে প্রতিবাদ মস্কোর।

Russia-Ukraine War Live Updates: রাশিয়ায় বিমান বাতিল করল কাজাখস্তান

রাশিয়ার উদ্দেশে যাবতীয় বিমান বাতিল করল কাজাখস্থানের বিমান সংস্থা এয়ার আস্তানা। বিমার সুরক্ষা নিয়ে দোলাচলেই সিদ্ধান্ত।

Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে উদ্ধার ৪ লক্ষ মানুষ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে উদ্ধার ৪ লক্ষ মানুষ। মারিউপোলে এখনও আটকে উদ্ধারকার্য।

Russia-Ukraine War Live Updates: রুশ পণ্যের উপর চড়া শুল্ক বসানোর পক্ষে আমেরিকা

তেল-গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা বসিয়েছেন আগেই। এ বার রাশিয়া থেকে আমদানিকৃত পণ্যের উপর চড়া শুল্ক বসানোর প্রস্তুতি জো বাইডেনের। ঘোষণা হতে পারে শীঘ্রই।

Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে, থমকাবে বৃদ্ধি, জানাল আইএমএফ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্ব আর্থনীতিতে, বৃদ্ধি থমকানোর সম্ভাবনা। জানাল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার।

Russia-Ukraine War Live Updates: নিয়ম শিথিল ফেসবুকের, রুশ আগ্রাসনের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণে সায়

যুদ্ধ পরিস্থিতিতে নিয়ম শিথিল ফেসবুকের। রাশি।য়ার বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণে আপত্তি নেই তাদের। তবে সাধারণ নাগরিক নয়, আক্রমণকারী রুশ শক্তির বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ায় আপত্তি নেই ফেসবুকের।


 

Russia-Ukraine Conflict Live Updates: মারিউপোলে মানব করিডরে রুশ হামলা, দাবি জেলেনস্কির

মারিউপোলে মানব করিডরের উপর হামলা! রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ ভলোদিমির জেলেনস্কির।

Russia-Ukraine War Live Updates: ২৮০ স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে হামলা রাশিয়ার, দাবি ইউক্রেনের

সবমিলিয়ে প্রায় ২০০ স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপর হামলা রাশিয়ার, দাবি ইউক্রেন সরকারের। এর মধ্যে কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয় রয়েছে বলে দাবি তাদের।

Russia-Ukraine Conflict Live Updates: সাময়িক যুদ্ধবিরতি এবং উদ্ধারকার্য, নজরে ইউক্রেনের পাঁচ শহর

ইউক্রেনের পাঁচ শহরে আজ মানব করিডর গড়ে উদ্ধারকার্য চালানো হবে। কিভ, সুমি, খারকিভ, মারিউপোল এবং শেরনিহিভ, এই পাঁচ শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার সম্ভাবনা।

Russia-Ukraine War Live Updates: মারিউপোলে আটকে ৪ লক্ষ মানুষ, দাবি মেয়রের

মারিউপোলে প্রায় ৪ লক্ষ মানুষ আটকে রয়েছেন বলে জানালেন শহরের মেয়র ভাদিম বয়শেঙ্কো। প্রতি আধ ঘণ্টা অন্তর রুশ বিমান সেখানে হামলা চালাচ্ছে বলে অভিযোগ তাঁর।


 

Russia-Ukraine Conflict Live Updates: চেরনোবিলের সঙ্গে যোগায়োগ বিচ্ছিন্ন, জানাল ইউক্রেন সরকার

রুশ সেনার হাতে বেদখল হয়ে যাওয়া চেরনোবিল পরমাণু কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন তাদের। উদ্বেগ বাড়িয়ে জানাল ইউক্রেন সরকার।

প্রেক্ষাপট

কিভ: বেদখল হয়ে গেলেও, এত দিন কখন, কী ঘটছে, প্রতি মুহূর্তের খবর পৌঁছে যেত তাদের কাছে। কিন্তু চেরনোবিল পরমাণু কেন্দ্রের (Chernobyl Nuclear Plant) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাদের। তাই সেখানে কী ঘটছে, সে ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে তারা। আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়িয়ে এমনই দাবি করল ইউক্রেন সরকার (Russia Ukraine Conflict)।


গোটা বিশ্বে পরমাণু শক্তিধর সম্পন্ন রাষ্ট্রগুলির গতিবিধিতর উপর নজরদারি চালানো সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (IAEA)-কে এই বার্তা দিয়েছে ইউক্রেন সরকার। তা নিয়ে ওই সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, ‘‘ইউক্রেন সরকার জানিয়েছে যে, একদিন আগে রাশিয়ার দখলে থাকা চেরনোবিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পর থেকে আর চেরনোবিলের সঙ্গে যোগাযোগ নেই তাদের।’’


প্রায় দু’সপ্তাহ আগে চোরনোবিল দখল করে রুশ সেনা। ইচ্ছাকৃত ভাবেই তারা চেরনোবিলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ ইউক্রেনের। যুদ্ধ মিটলেও সেখানে নতুন করে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দিহান তারা। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতির ঘটনা সামনে আসেনি বলে জানানো হয়েছে।





অন্য দিকে, শুক্রবার ১৬ দিনে পা রাখল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সমাধানসূত্র বার করতে বৃহস্পতিবারও দুই দেশের মধ্যে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই লাভরভ। কিন্তু সমাধানসূত্র অধরাই থেকে গিয়েছে। বরং ইউক্রেন সরকার জানিয়েছে  যে, প্রাণে বাঁচতে কিভের অর্ধেক জনসংখ্যাই পালিয়ে গিয়েছে। 


গতবছর প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী, ইউক্রেনের রাজধানী কিভে (Kiev Population) প্রায় ৩৫ লক্ষ মানুষের বসবাস। এর মধ্যে গত দু’সপ্তাহে ২০ লক্ষ মানুষই সেখান থেকে পালিয়ে গিয়েছেন। কিভের মেয়র ভিতালি ক্লিৎশ্চকো বলেন, ‘‘আমাদের কাছে যে তথ্য রয়েছে, সেই অনুযায়ী, প্রতি দু’জন কিভবাসীর মধ্যে একজন পলাতক।’’



- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.