কিভ: ইউক্রেনের জাফোরজিয়ায় (Zaporizhzhia) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে (Nuclear Power Plant)আগুন। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবার দাবি, জাফোরজিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে গুলি চালাতে শুরু করে রুশ সেনা। এরপরই আগুন ছড়িয়ে পড়ে। জাফোরজিয়ার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ হলে তা চেরনোবিলের তুলনায় দশগুণ বেশি ভয়ানক হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তরফেও পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
ইউক্রেমের এনেরহোদার(Enerhodar) শহরের এই পারমাণবিক বিদ্যুত কেন্দ্রে আগুন নেভানোর চেষ্টা চলছে। ওই বিদ্যুৎ কেন্দ্রের (NPP) পক্ষ থেকে বলা হয়েছে, আগুন কতটা বড়সড় এবং কীভাবে তা লাগল, এখনও তা স্পষ্ট নয়। উল্লেখ্য, রুশ প্রতিরক্ষামন্ত্রক গত সোমবারই এনেরহোদর শহর দখলে আসার দাবি করেছিল।
এই কেন্দ্রের মুখপাত্র অ্যানড্রিই টুজ (Andriy Tuz)ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, বর্তমানে রিঅ্যাক্টরের সংস্কারের কাজ চলছিল। কাজেই ওই রিঅ্যাক্টর এখন কাজ করছে না। কিন্তু প্ল্যান্টের ভেতরে পারমানবিক জ্বালানি রয়েছে। অন্যদিকে, ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা (Dmytro Kuleba)অগ্নিকাণ্ডের পর রুশ সেনাদের জাফোরজিয়ায় ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দেরে হামলা বন্ধ রাখার আর্জি জানিয়েছেন। দিমিত্রো কুলেবা ট্যুইট করে বলেছেন, রুশ সেনা এই প্রকল্পে লাগাতার গোলাগুলি চালাচ্ছে। প্রকল্পে আগেই আগুন ধরে গিয়েছে। এরপর যদি বিস্ফোরণ হয়, তাহলে তা চেরনোবিলের ঘটনার চেয়ে দশ গুণ বেশি ভয়ানক হবে। এ জন্য রুশ সেনাদের অবিলম্বে হামলা বন্ধ করা উচিত।
এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আজ নবম দিন। ক্রমশ কিভ দখলের পথে এগোচ্ছে রাশিয়া। ওডেসা, ভোলিন-সহ ইউক্রেনের একাধিক শহরে আকাশপথে হামলার আশঙ্কা। জারি হয়েছে এয়ার রেড অ্যালার্ট। বাসিন্দাদের দ্রুত নিকটবর্তী কোনও শেল্টারে আশ্রয় নিতে বলা হয়েছে।